Xiaomi Mi 7 ফোনটি ২০১৮ সালের মার্চে লঞ্চ হতে পারে

Xiaomi Mi 7 ফোনটি ২০১৮ সালের মার্চে লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

সাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ স্ন্যাপড্র্যাগন 845 চিপসেটে কাজ করবে

রিপোর্ট অনুসারে Xiaomi Mi 7 আর Mi 7 Plus ফোনটি ২০১৮ সালের মার্চ মাসে লঞ্চ হতে পারে। এই ডিভাইস গুলিতে যথাক্রমেঃ 5.65 ইঞ্চি আর 6.01ইঞ্চির ডিসপ্লে অফার করবে আর এটি স্ন্যাপড্র্যাগন 845  যুক্ত হবে। সাওমির CEO Lei Jun কিছু দিন আগে জানিয়েছিলেন যে কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনটি এই চিপসেটে কাজ করবে।  

এছাড়া এই রিপোর্ট থেকে জানা গেছে যে Xiaomi Mi 7 আর Mi 7 Plus ফোন দুটিতে 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে আর 3200 mAh এর ব্যাটারি থাকতে পারে আর দুটি স্মার্টফোনই মেটাল ডিজাইন যুক্ত হতে পারে আর মনে করা হচ্ছে যে এই ফোন দুটি ওয়ারলেস চার্জিং সাপোর্ট করবে। এই ফোন দুটির দাম 2999 Yuan ( প্রায় 30,000 টাকা হবে)।

এই রিপোর্ট যদি সত্যি হয় তবে এমন হতে পারে যে সাওমি MWC 2017 র সময় এই ফোন দুটি আনবে। কোম্পানি Mi 5 ফোনটি MWC 2016 সালে নিয়ে এসেছিল।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo