Xiaomi Mi 7 ফোনটিতে 6.01-ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে

HIGHLIGHTS

অনুমান করা হচ্ছে যে এটি একটি ফুল HD+ রেজিলিউশানের ডিসপ্লে হবে

Xiaomi Mi 7 ফোনটিতে 6.01-ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে

এবার একটি স্মাপ্রতিক লিকে বলা হয়েছে যে, Xiaomi Mi 7 ফোনটিতে 6.01-ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে। এই খবরটি ওয়েবোতে শেয়ার করা হয়েছে। এতে স্যামসং এর ডিসপ্লে থাকবে। আজকে ফোন সহ এই জিনিস গুলির ওপর ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কয়েক মাস গাএই একটি খবর সামনে এসেছিল যেখানে দাবি করা হয়েছিল যে এই ফোনটিতে OLED প্যানেল থাকবে, যা স্যামসং সাপ্লাই করবে। এটি একটি অলওয়েজ অন ডিসপ্লে হতে পারে। আশা করা হচ্ছে যে এটি একটি ফুল HD+ রেজিলিউশানের ডিসপ্লে হবে।

আর এর সঙ্গে আরও একটি রিপোর্টে বলা হয়েছে যে Mi 7 ফোনটিতে iPhone X এর মতন ডিসপ্লে থাকতে পারে। এর সঙ্গে এই ফোনটিতে ইন-ডিস্প্লে ফিঙ্গারপ্রিন্টস সেন্সার থাকার কথাও বলা হচ্ছে। এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 845 চিপসেট আর 6GB র‍্যাম আর 8GBর‍্যাম অপশান থাকতে পারে। এতে 3170mAh এর ব্যাটারিও থাকতে পারে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo