HIGHLIGHTS
এই ফোনটির টপ লেফট সাইডে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেটআপের জন্য জায়গা রাখা হয়েছে
Xiaomi Mi 6X ফোনটির বিষয়ে এখনও অব্দি অসংখ্য লিক সামনে এসেছে, আর এই লিক গুলি থেকে আমরা এই ফোনটির বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি। আর এবার এই ফোনটির একটি ছবি লিক হয়েছে। এই ছবি থেকে এই ফোনটির রেয়ার প্যানেল দেখা গেছে। এগুলি হল ফ্লিপকার্টের সেরা পাওয়ার ব্যাঙ্ক
Survey
এই ছবিটি দেখে মনে হচ্ছে যে এইউ ফোনটিতে মেটালিক রেয়ার প্যানেল থাকতে পারে। আর এর সঙ্গে এই ফোনের ছবিতে রেয়ার প্যানেলে গ্রে রঙও দেখা গেছে, যা থেকে এটাই মনে হচ্ছে যে এই ফোনটি গ্রে কালার অপশানে আসতে পারে।
এই রেয়া প্যানেলটি শোলে দুটি বিষয় দেখার মতন। প্রথমত এর টপ লেফট সাইডে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেটআপের জায়গা আছে। আর এর সঙ্গে এই প্যানেলের মাঝে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে, যা ছাড়া এই ফোনটিতে রেয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হবে।