Xiaomi Mi 5X লঞ্চ হল, এই ফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা আর 4GB র‍্যাম যুক্ত

Xiaomi Mi 5X লঞ্চ হল, এই ফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা আর 4GB র‍্যাম যুক্ত
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি 2GHz অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আর অ্যাড্রিনো 506 GPU যুক্ত

Xiaomi Mi 5X স্মার্টফোনটি গতকাল চিনে লঞ্চ করা হয়েছে। চিনে এই ফোনটির দাম 1499 Yuan (প্রায় Rs 14,285) রাখা হয়েছে। এটি গোল্ড, ব্ল্যাক আর রোজ গোল্ড রঙে পাওয়া যাবে। এই ফোনটি 1 আগস্ট থেকে সেলের জন্য পাওয়া যাবে। এর প্রথম সেলের জন্য রেজিস্ট্রেশান শুরু হয়ে গেছে।

আরও ভাল ডিলস এখানে দেখুন

Xiaomi Mi 5X ফোনটিতে ফুল মেটাল বডি আছে। এই ফোনটিতে 5.5-ইঞ্চির ফুল HD কার্ভড গ্লাস ডিসপ্লে যুক্ত। এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল। এটি 2GHz অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আর অ্যাড্রিনো 506 GPU যুক্ত। এই ফোনটিতে 4GB র‍্যাম আছে। এটি হাইব্রিড ডুয়াল সিম যুক্ত। এটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটের MIUI 9 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটিতে 3080mAh এর ব্যাটারি আছে।

Xiaomi Mi 5X ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে, দুটি ক্যামেরাই 12MP’র একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর অন্যটি টেলিফোকাস লেন্স যুক্ত। এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটি 5MP’র।

কানেক্টিভিটির জন্য এতে 4G VoLTE, ব্লুটুথ 3.5mm অডিও জ্যাক আর USB টাইপ C পোর্ট আছে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo