65W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে XIAOMI MI 10 আসবে না

65W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে XIAOMI MI 10 আসবে না
HIGHLIGHTS

Mi 10 Pro 65W ফাস্ট চার্জের সঙ্গে আসবে

48W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে আসবে MI 10

Xiaomi Mi 10 Proর লাইভ ফটোজ সামনে এসেছে আর একটি ছবি থেকে জানা গেছে যে এই ফোনটি 65W চার্জারের সঙ্গে লঞ্চ করা হবে। আর নতুন লিক থেকে জানা গেছে যে Mi 10 এর থেকে কম ফাস্ট চার্জিংয়ের সঙ্গে আসবে।

ওয়েবোতে একটি Technology B নামের অ্যাকাউন্ট থেকে পরবর্তী ডিভাইসের বিষয়ে জানা গেছে রিপোর্ট অনুসারে এতে স্ট্যান্ডার্ড Mi 10 য়ের 48W ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট থাকবে আর সেখানে MI 10 Pro ফোনে 65W ফাস্ট চার্জ থাকবে।

আসলে Mi 10, Mi 10  প্রোর তুলনায় কম দ্রুত চার্জিং অফার করবে। আর রিপোর্ট অনুসারে এই ডিভাইসে বেশি ক্ষমতা যুক্ত ব্যাটারি পাবেন। Digital Chat Station এই মাসের প্রথমে এই বিষয়টি জানিয়েছিল আর ওয়েবোর পোস্ট থেকে জানা গেছে যে Mi 10 ফোনে 4800mAh য়ের ব্যাটারি আর Mi 10 য়ের ফোনে 4500mAh য়ের ব্যাটারি থাকবে।

দুটি ফোনে ওয়ারলেস চার্জিং পাওয়ার রেটিং বিষয়ে জানা জায়নি তবে সম্ভত এই ফোনে এর আগের ফোনের তুলনায় বেশি ফাস্ট চার্জ হবে।

দুটি ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865 প্রসেসার আর 108MP র প্রাইমারি ক্যামেরা থাকবে। আর এর আগের রিপোর্ট অনুসারে Mi 10 ফোনে 64MP র ক্যামেরা থাকবে আর সেখানে ওয়েবোর Digital Chat Station য়ের পোস্ট অনুসারে এই ফোনে 108MP র ক্যামেরা থাকবে।

আর এর সঙ্গে এই ডিভাইসে AMOLED ডিসপ্লে থাকবে যার ওপরে বাঁ দিকে পাঞ্চ হোল ক্যামেরা থাকবে আর এই ফোনে অ্যান্ড্রয়েড 10 য়ে কাজ করবে আর এই ডিভাইসে স্টিরিও স্পিকার অ্যাড করা যাবে। 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo