XIAOMI MI 10 সিরিজে গ্লোবাল লঞ্চ 27 মার্চ হবে

XIAOMI MI 10 সিরিজে গ্লোবাল লঞ্চ 27 মার্চ হবে
HIGHLIGHTS

এর আগে Xiaomi Mi 10 সিরিজ MWC 2020 তে লঞ্চ করার কথা ছিল

আর এবার এই সিরিজের ইভেন্ট 27 মার্চ হবে

MWC 2020তে GSMA করোনাভাইরাসের জন্য বন্ধ করা হয়েছে

চিনের স্মার্টফোন কোম্পানি ইলেক্ট্রনিক্স কোম্পানি শাওমি তাদের ফ্ল্যাগশিপ Mi 10 সিরিজের লঞ্চ করার কথা বলা হয়েছে। আর নতুন খবর অনুসারে কোম্পানি 27 মার্চ 2020 তে তাদের  Xiaomi Mi 10  সিরিজের লঞ্চ করা হবে। আর এই ইভেন্টটি  MWC 2020 র প্রথমে লঞ্চ করার কথা ছিল। আর এর আগে GSMA MWC 2020 ইভেন্টটি করোনাভাইরাসের জন্য বন্ধ করা হয়েছে। আর এটা খেয়াল রাখার যে চিনের বাজারে এই লাইনআপ লঞ্চ করা হ্যেছে। আর আমরা আগেই Mi 10 য়ের লাইনআপের ডিজাইন আর স্পেসিফিকেশান আর ফিচার্সের বিষয়ে অনেক কিছু জানতে পেরেছিলাম।

কোম্পানি এই অফিসিয়াল লঞ্চের বিষয়ে তাদের টুইটার হ্যান্ডেলে বলেছে। আর এবার এই লঞ্চের সময়ে Mi 10 সিরিজের বিশেষ লঞ্চ একটি লাইভ স্ট্রিমের মাধ্যমে হবে। আর সম্প্রতি জানা গেছে যে কোম্পানি তাদের অন গ্রাউন্ড লঞ্চ ইভেন্ট বন্ধ করে অনলাইনে করছে। GSMArena র  একটি রিপোর্ট অনুসারে কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ হার্ডওয়য়ারের সঙ্গে দুটি 5G যুক্ত ডিভাইস লঞ্চ করার কথা ভবাছে। আর এর আগের রিপোর্ট অনুসারে Xiaomi Mi 10 আর Xiaomi Mi 10  প্রোর প্রথম বিক্রির বিষয়ে জানা গেছিল। আর এর থেকে মনে হচ্ছে যে শাওমির লম্বা সময়ের এই স্মার্টফোনের জন্য অপেক্ষায় আছে।

আর এর সঙ্গে Mi 10 প্রো ফোনের ইমেজিংয়ের জন্য DxOmark চার্টের ওপরে দেওয়া হবে। আর এটা খেয়ারল রাখার যে ওপ্পো ফাউন্ডার X 2 Pro র নতুন পরীক্ষার করছে আর তা অনুসারে MI 10 প্রোতে থাকবে। আর এর সঙ্গে একবার যদি কোম্পানির টুইটার, ইউটিউব আর ফেসবুকের ইভেন্ট দেখা যাবে। আর লঞ্চ ইভেন্ট ভারতীয় সময় 7.30 p.m য়ে হবে।

Xiaomi Mi 10 স্মার্টফোনটি আমরা যদি দেখি তবে দেখা যাবে যে এই ফোনে আপনারা একটি 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে আছে আর এই ফোনে আপনারা 1120 নিটসের ব্রাইটনেস পাবেন। আর এই ফোনে আপনারা একটি সিঙ্গেল হোল পাঞ্চ ডিসপ্লে ডিজাইন পাবেন। আর এই ফোনে আপনারা 90Hz রিফ্রেশ রেট যুক্ত স্ক্রিন পাবেন। আর এই ফোনে আপনারা একটি টাচ স্যাম্পেল রেট 180Hz পাবেন। আর ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865 পাবেন।

এই ফোনে আপনারা 4780mAh য়ের ব্যাটারি পাবেন। আর এটি 30W য়ের ওয়ার্ড ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির সঙ্গে আসবে। আর এই ফোনে আপনারা 30W ওয়ারলেস চার্জিং আর সঙ্গে সঙ্গে 10W য়ের রিভার্স ওয়ারলেস চার্জিং প্রযুক্তি আছে। আর এই ফোনে আপনারা ওয়ারলেস চার্জিং পাবেন। আর এর সঙ্গে ফোনে আপনারা 50W চার্জিং সাপোর্ট পাবেন। আর এই ফোনে 4500mAh য়ের ব্যাটারি থাকেব। ফোনে আপনারা Wi-Fi 6 য়ের সাপোর্ট পাবেন।

ছবিতোলার জন্য এই ফোনে আপনারা একটি 108MP র মেন ক্যামেরা পাবেন যা ISOCELL Bright HMX সেন্সার দেবে যা স্যামসাংয়ের তৈরি করা সেন্সার। আর এর সঙ্গে ফোনে রেয়ার ক্যামেরাতে 13Mp[ র সেন্সার আর দুটি 2Mp র সেন্সার থাকবে। আর ফোনের ফ্রন্টে একটি 20MP র সেন্সার থাকবে।

Xiaomi MI 10 আর Xiaomi Mi 10 pro ফোনের ভারতীয় মূল্য

Xiaomi Mi 10 স্মার্টফোনের প্রাথমিক দাম RMB 3,999 আর এর মানে এই যে ভারতীয় মুদ্রায় তা 40,910 টাকা হবে। আর এই ফোনের 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই দামে পাওয়া যাবে। আর এই ফোনে আপনার 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট RMB 4,299 মানে প্রায় 43,980 টাকায় পাবেন। আর এই ফোনের 12GB র‍্যাম আর 256GB স্টোরেজের দাম RMB 4,699  মানে প্রায় 48,080 টাকা হবে।

আর আমরা যদি এবার Xiaomi Mi 10 Pro ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা RMB 4,999 প্রাথমিক দামে মানে 51,140 টাকায় পাবেন। আর এই ফুনের 256GB ভেরিয়েন্টের দাম RMB 5,499 মানে প্রায় 56,250 টাকা হবে। আর এই ফোনের 12GB র‍্যাম আর 256GB স্টোরেজের দাম RMB 5,999 মানে প্রায় 61,370 টাকা হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo