XIAOMI MI 10 ফোন লঞ্চ হল এর বৈশিষ্ট্য জানুন…

XIAOMI MI 10 ফোন লঞ্চ হল এর বৈশিষ্ট্য জানুন…
HIGHLIGHTS

Xiaomi MI 10 চিনে লঞ্চ হয়েছে

এই ফোনে আছে 108MP র ক্যামেরা

শাওমি চিনে তাদের Xiaomi Mi 10 স্মার্টফোনটি লঞ্চ করেছে আর এই ফোনটি Xiaomi MI 9 য়ের পরের জেনারেশানের ফোন হিসাবে লঞ্চ করেছে,। Xiaomi MI 10 স্মার্টফোনটির সব থেকে বড় বৈশিষ্ট্য এই যে এই ফোনে 5G সাপোর্ট আছে। আর এর সঙ্গে এই ফোনে আছে একটি 108MP র ক্যামেরা ফোনে আছে ওয়াইফাই 6 য়ের সাপোর্ট।

আমরা এই ফোনটি লঞ্চ হওয়ার আগে আপনাদের এই ফোনের সম্ভাব্য স্পেক্স ফিচার্স আর দামের বিষয়ে বলেছিলাম। আর এবার আজকে আমরা আপনাদের এই ফোনটি লঞ্চ হওয়ার পরে ফোনের বৈশিষ্ট্য আর এর সঠিক দামের বিষয়ে জানাব।

Xiaomi MI 10 আর Xiaomi MI 10 Pro ফোনের দাম

Xiaomi Mi 10 স্মার্টফোনটির প্রাথমিক দাম RMB 3,999 মানে ভারতীয় মুদ্রায় দাম কনভার্ট করলে এর দাম হবে 40,910 টাকা। আর এর সঙ্গে এই ফোনের 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দামের বিষয়েও আপনাদের জানাই যে এই ফোনের দাম RMB 4,299 মানে প্রায় 43,980 টাকা। আর এই ফোনটির 12GB র‍্যাম আর 256GB স্টোরেজ মডেলের দাম RMB 4,699 মানে প্রায় 48,080 টাকা।

আর সেখানে Xiaomi MI 10 Pro ফোনটির প্রাথমিক দাম RMB 4,999 মানে ভারতীয় মুদ্রায় তা হয় 51,140 টাকা। ফোনে 8GB র‍্যাম আর 256GB স্টোরেজের দাম RMB 5,499 মানে প্রায় 56,250 টাকা। আর এর সঙ্গে এই ফোনের 12GB র‍্যাম আর 256GB স্টোরেজের দাম RMB 5,999 মানে প্রায় 61,370 টাকা।

Xiaomi Mi 10 ফোনের ডিসপ্লে

প্রথমেই যদি এই ফোনের ডিসপ্লের দিকটি দেখা হয় তবে দেখা যাবে যে এই ফোনে আছে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে। আর এই ফোনের ডিসপ্লে 1120 নিটসের ব্রাইটনেস দিচ্ছে। ফোনে আছে পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন।

Xiaomi MI 10 ফোনের প্রসেসার

বহুবার আলোচনার পরে আর একাধিক লিকের পরে অবশেষে শাওমি তাদের ফোন লঞ্চ করেছে। আর এই Xiaomi Mi 10 ফোনে যেমন আশা করা হয়েছিল তেমনি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865 য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

Xiaomi MI 10 য়ের ব্যাটারি

এই ফোনে আছে একটি 4780mAh য়ের ব্যাটারি। আর এই ব্যাটারি 30W ওয়ার্ড ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির সঙ্গে এসেছে। আর এর সঙ্গে এই ফোনে আছে 50W য়ের চার্জিং সাপোর্ট। আর এই ফোনের একটি ভেরিয়েন্টে আছে 4500mAh য়ের ব্যাটারি। ফোনটি ওয়াইফাই 6 সাপোর্ট পাচ্ছে।

Xiaomi Mi 10 য়ের ক্যামেরা

এই ফোনের অন্যতম বড় বৈশিষ্ট্য ফোনের ক্যামেরা। এই ফোনে আছে 108Mp র মেন ক্যামেরা আর এর সঙ্গে এটি ISOCELL Bright HMX সেন্সারের সঙ্গে এসেছে যা স্যামসাংয়ের সেন্সার। আর এই ফোনে আছে একটি 13MP আর দুটি 2MP র ক্যামেরা। ফোনের ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা দেওয়া হয়েছে। 

Digit.in
Logo
Digit.in
Logo