Xiaomi Remi Note 6 Pro ফোনটি ভারতে লঞ্চ হল , এর প্রাথমিক দাম 13,999 টাকা

HIGHLIGHTS

সাওমি দিল্লিতে একটি ইভেন্টের সময়ে তাদের Xiaomi Redmi Note 6 Pro ফোনটি লঞ্চ করেছে, আর এই ডিভাইসটির প্রাথমিক দাম ভারতে 13,999 টাকা

Xiaomi Remi Note 6 Pro ফোনটি ভারতে লঞ্চ হল , এর প্রাথমিক দাম 13,999 টাকা

বেশ কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার পরে এবার Xiaomi Redmi Note 6 Pro ফোনটি ভারতে লঞ্চ হল, এই ফোনটি সেপটেম্বর মাসে থাইল্যান্ডে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির যে সম্ভাব্য দাম ভাবা হচ্ছিল ফোনটি সেই দামের রেঞ্জের মধ্যেই ভারতে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসটির 4GB/64GB ভেরিয়েন্টের দাম 13,999 টাকা আর এর 6GB/64GB ভেরিয়েন্টের দাম 15,999 টাকা করা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Xiaomi Redmi Note 6 Pro ফোনটির লঞ্চ অফার আর দাম

আমরা আপনাদের বলেছিলাম যে Xiaomi Redmi Note 6 Pro ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে, এই ফোনটি ভারতে 13,999 টাকার প্রাথকিম দামে লঞ্চ করা হয়েছে। আর এটি এই ফোনের 4GB র‍্যাম মডেলের দাম আর এর 6GB র‍্যাম মডেলের দাম 15,999 টাকা। আর এই ফোনটি ব্ল্যাক, ব্লু, পিঙ্ক আর রেড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

এই স্মার্টফোনটি 23 নভেম্বর থেকে ফ্লিপকার্টে ব্ল্যাক ফ্রাইডে সেলে কেনা যাবে। আর সেই সময়ে এই ফোনটি প্রায় 1,000 টাকার ডিস্কাউন্টে কেনা যাবে। আর এর মানে এই অফার আপনারা এই ফোনটির 4GB র‍্যাম মডেলটি 12,999 টাকায় আর এর 6GB র‍্যাম মডেলটি আপনারা 14,999 টাকায় নিজের করতে পারবেন। আর এই ফোনটি যদি আপনারা HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনেন তবে এটি আপনারা 500 টাকার ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পারবেন। আর এই ফোনটির সঙ্গে রিলায়েন্স জিও 2,400 টাকার ক্যাশব্যাক অফার দিচ্ছে আর এই অফারে প্রায় 6TB 4G ডাটা পাওয়া যাচ্ছে।

Xiaomi Redmi Note 6 Pro ফোনটির স্পেসিফিকেশান আর ফিচার্স

আমরা এবার এই নতুন স্মার্টফোনটির স্পেক্সের বিষয়ে বলব এই ফোনে আপনারা 6.26 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে পাবেন, আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 চিপসেট আছে আর এটি MIUI 10 নির্ভর। আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 8.1 Oreo পাবেন। আর এর সঙ্গে এই ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে, আর এটি কুইক চার্জ 3.0 সাপোর্ট করে।

Xiaomi Redmi Note 6 Pro ফোনটিতে আপনারা 4GB/6Gb র‍্যাম আর 64GB স্টোরেজ অপশান পাবেন। আর এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সঙ্গে ফেস আইডিও দেওয়া হয়েছে।

এই ফোনটির ক্যামেরা দিকটি এবার দেখে নেওয়া যাক। এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার আর ডুয়াল ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এই মোবাইল ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 12MP+5MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনের ফ্রন্টে 10MP+2MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo