Haier লঞ্চ করল 4K Ultra HD Smart Google TV, মাত্র 26000 টাকা থেকে দাম শুরু

Haier লঞ্চ করল 4K Ultra HD Smart Google TV, মাত্র 26000 টাকা থেকে দাম শুরু

Haier ভারতীয় বাজারে তাদের লেটেস্ট H5E Series 4K Ultra HD Smart Google TV লঞ্চ করেছে। হায়র টিভির বিক্রি Flipkart সাইট থেকে করা হবে। এই স্মার্ট টিভি 4K পিকচার কোয়ালিটি সহ মর্ডান কানেক্টিভিটি এবং বিল্ট-ইন অডিও ফিচার সহ চালু করা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

প্রাইমারি ফিচারের মধ্যে রয়েছে একটি বেজেল-লেস ডিজাইন যা ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল এরিয়া অফার করে। হায়র এর এই স্মার্ট টিভি সিরিজ আলাদা-আলাদা সাইজে চালু করা হয়েছে। আসুন হায়র টিভির বিষয় জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Redmi স্মার্টফোন হল 12 হাজার টাকার বেশি সস্তা, জানুন কোথায় পাবেন এই অফার

ভারতে Haier H5E Series এর দাম কত এবং বিক্রি কবে

43-ইঞ্চি হায়র H5E সিরিজের টিভির দাম 25,990 টাকা। 50 ইঞ্চি, 55 ইঞ্চি এবং 65 ইঞ্চি টিভির দাম যথাক্রমে 32,990 টাকা, 38,990 টাকা এবং 57,990 টাকা। এই 4K স্মার্ট টিভি সিরিজটি ফ্লিপকার্ট থেকে অনলাইনে কেনা যাবে।

হায়র H5E সিরিজের ফিচার এবং বিক্রি

ফিচারের কথা বললে, হায়র H5E সিরিজটি চারটি 43 ইঞ্চি, 50 ইঞ্চি, 55 ইঞ্চি এবং 65 ইঞ্চি স্ক্রিন সাইজে আনা হয়েছে। এই টিভি সিরিজে HDR10 সাপোর্ট সহ 4K আল্ট্রা এইচডি রেজোলিউশন প্যানেল রয়েছে। টিভিতে বেজেল লেস ডিজাইন সহ আসে, যা 178-ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল সহ আসে।

H5E সিরিজে MEMC টেকনোলজি দেওয়া, যা ফাস্ট মুভিং সিন এবং গেমিং এবং স্পোটর্স কন্টেটে মোশন ঝাপসা কমায়। এই টিভিতে সাতটি ছবি মোড রয়েছে।

আরও পড়ুন: পুরো মাস সস্তায় একগুচ্ছ Unlimited 5G ডেটা সাথে যতখুশি কলিং, Vodafone Idea এর এই মাসিক রিচার্জ প্ল্যানে ঝুড়ি ঝুড়ি অফার

অডিওর কথা বললে, হায়র এর লেটেস্ট টিভিগুলিতে 20W ডাউন-ফায়ারিং স্টেরিও স্পিকার রয়েছে যা ডলবি অডিও এবং সরাউন্ড সাউন্ট সাপোর্ট করে।

কানেক্টিভিটির ক্ষেত্রে, হায়র H5E সিরিজ ডুয়াল-ব্যান্ড Wi-Fi (2.4GHz এবং 5GHz) সাপোর্ট করে। এছাড়াও, টিভিগুলিতে ব্লুটুথ 5.1, চারটি এইচডিএমআই পোর্ট এবং দুটি ইউএসবি পোর্ট রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo