Redmi Note 10T 5G: ভারতে লঞ্চ রেডমির প্রথম 5G ফোন, কম দামে দুর্দান্ত ফিচার

Redmi Note 10T 5G: ভারতে লঞ্চ রেডমির প্রথম 5G ফোন, কম দামে দুর্দান্ত ফিচার
HIGHLIGHTS

Redmi-র প্রথম 5G ফোন ভারতে Redmi Note 10T 5G লঞ্চ হয়েছে

Redmi Note 10T 5G ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজের দাম 13,999 টাকা

Redmi Note 10 Series-এর এটি পঞ্চম ফোন

Xiaomi-র সব ব্র্যান্ড Redmi তার রেডমি নোট 10 সিরিজে নতুন স্মার্টফোন ভারতে নিয়ে হাজির হয়েছে। সংস্থার নতুন ফোন Redmi Note 10T 5G। মনে করিয়ে দি যে Redmi Note 10 Series-এর এটি পঞ্চম ফোন। এর আগে এই সিরিজে Redmi Note 10, Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro Max এবং Redmi Note 10S মতো স্মার্টফোন লঞ্চ করেছিল। Redmi Note 10T 5G রেডমি ব্র্যান্ডের প্রথম 5G ফোন।

Redmi Note 10T 5G ফোনের দাম

Redmi Note 10T 5G ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজের দাম 13,999 টাকা এবং 6GB RAM এবং 64GB স্টোরেজ মডেলের দাম 15,999 টাকা রাখা হয়েছে। ফোনটি ক্রোমিয়াম হোয়াইট, গ্রাফাইট ব্ল্যাক, মেটালিক ব্লু এবং মিন্ট গ্রিন রঙে কেনা যাবে। ফোনে বিক্রি 26 জুলাই থেকে Amazon, Mi.com, Mi Home স্টোর এবং অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যেতে পারে। লঞ্চিং অফারের আওতায় এইচডিএফসি ব্যাংক কার্ডের পেমেন্টে এক হাজার টাকার ছাড় থাকবে।

Redmi Note 10T 5G ফোনের স্পেসিফিকেশন

Redmi Note 10T 5G-এ অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক MIUI 11 রয়েছে। এই ফোনে একটি 6.5-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080×2400 পিক্সেল। এতে Dimensity 700 প্রসেসর, 6GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। গ্রাফিক্সের জন্য, এতে মালি-জি 57 জিপিইউ দেওয়া হয়েছে।

Redmi Note 10t 5G launch

Redmi Note 10T 5G ক্যামেরা

Redmi Note 10T 5G-তে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেল। এর অ্যাপারচারটি f / 1.79। দ্বিতীয় লেন্সটি একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো এবং তৃতীয় লেন্সটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি তোলার জন্য ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ক্যামেরার সাথে নাইট মোড ছাড়াও, AI ক্যামেরা, মুভি ফ্রেম, স্লো মোশন ভিডিও এবং ম্যাক্রো মোড সহ AI বিউটি মোড দেওয়া হয়েছে।

Redmi Note 10T 5G ব্যাটারি

রেডমির এই ফোনে এআই ফেস আনলক ছাড়াও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনে ডুয়াল সিম, 5G, 4G, NFC, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ v5.1, GPS, 3.5mm এর অডিও জ্যাক এবং USB টাইপ-সি পোর্ট দেওয়া। ফোনে পাওয়ার দিতে 5000 এমএএইচ ব্যাটারি দেওয়া যা 18W ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে। বক্সে একটি 22.5W চার্জার পাওয়া যাবে।

Digit.in
Logo
Digit.in
Logo