Xiaomi Holi sale শুরু, প্রথমবার 2000 টাকা সস্তা হল Redmi এর সবচেয়ে ব্রাইট ডিসপ্লে ফোন
Xiaomi এর Holi Sale শুরু হয়েছে
শাওমি হোলি অফারের আওতায় Redmi Note 14 5G ফোনের সমস্ত মডেলের দাম কমিয়ে দিয়েছে কোম্পানি
এতে থাকছে 50MP সোনি ক্যামেরা, 5110mAh এর ক্যামেরা
Xiaomi এর Holi Sale শুরু হয়েছে। হোলি সেল চলাকালীন রেডমির লেটেস্ট স্মার্টফোনে প্রথমবার দুর্দান্ত ছাড় অফার করা হচ্ছে। শাওমি হোলি অফারের আওতায় Redmi Note 14 5G ফোনের সমস্ত মডেলের দাম 1000 টাকার কমিয়ে দিয়েছে কোম্পানি। শুধু তাই নয়, ফোনের উপর 1000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টও পাওয়া যাবে। যার পরে রেডমি নোট 14 5জি ফোনটি 2000 টাকা ছাড়ে কেনা যাবে।
Surveyবলে দি যে এই ফোনে সেগামেন্টের সবচেয়ে ব্রাইটনেস ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এতে থাকছে 50MP সোনি ক্যামেরা, 5110mAh এর ক্যামেরা। আসুন জেনে নেওয়া যাক রেডমি নোট 14 5জি ফোনে পাওয়া হোলি অফার সম্পর্কে।
আরও পড়ুন: 32MP সেলফি এবং বড় ব্যাটারি সহ Realme 14 Pro Lite 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত
Redmi Note 14 5G ফোনের ভারতে দাম কত

- রেডমি নোট 14 5জি ফোনটি ভারতে ডিসেম্বারে লঞ্চের সময় 6GB RAM+128GB মডেলের দাম 18,999 টাকা রাখা হয়েছিল। তবে 1000 টাকার ছাড়ের পর ফোনের দাম কমে 17,999 টাকা হয়েছে।
- 8GB RAM+128GB মডেলটি 19,999 টাকার বদলে 18,999 টাকায় কেনা যাবে।
- 8GB RAM+256GB মডেলটি 21,999 টাকার বদলে 20,999 টাকায় কো যাবে।
রেডমি নোট 14 5জি ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে
ডিসপ্লে: রেডমি নোট 14 5জি ফোনে 1080×2400 পিক্সেল রেজোলিউশন সহ 6.67-ইঞ্চির ফুলএইচডি+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট, 2100 নিট পিক ব্রাইটনেস এবং 1920Hz PWM ডিমিং সাপোর্ট করে।
পারফরম্যান্স: প্রসেসর হিসেবে রেডমি ফোনটি 6nm MediaTek Dimensity 7025 অক্টা-কোর চিপসেটে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রেডমি নোট 14 5জি ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে 50MP OIS সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোন 16MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
ব্যাটারি: পাওয়ার দিতে রেডমি নোট 14 প্রো ফোনে 5110mAh এর ব্যাটারি দেওয়া। বড় ব্যাটারিকে চার্জ করতে এতে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
আরও পড়ুন: লঞ্চের আগেই Nothing Phone 3a Series এর দাম লিক, আজ এই সময় হবে লঞ্চ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile