এক ঝটকায় 35,000 টাকা পর্যন্ত দাম কমল Xiaomi-এর 4 ফোনের! তালিকায় আছে কী কী?

এক ঝটকায় 35,000 টাকা পর্যন্ত দাম কমল Xiaomi-এর 4 ফোনের! তালিকায় আছে কী কী?
HIGHLIGHTS

Xiaomi এর 4 ফোন এখন বিপুল সস্তা

35,000 টাকা পর্যন্ত কমল এই ফোনগুলোর দাম

তালিকায় আছে Redmi Note 12 5G সহ এগুলো

Xiaomi -এর তরফে পাকাপাকি ভাবে 4 ফোনের দাম কমানো হল। এই চাইনিজ কোম্পানির তরফে সেই 4টি ফোনের তালিকা প্রকাশ করা হল যেগুলোর দাম কমানো হয়েছে। যে 4 ফোনের দাম কমানো হয়েছে সেগুলো এক একটি প্রাইস রেঞ্জের।

বিভিন্ন বাজেটের ফোন আছে এখানে। আর এই ফোনগুলো গ্রাহকরা E-commerce সাইট যেমন Amazon কিংবা Xiaomi -এর অনলাইন স্টোর Mi.Com থেকে কিনতে পারেন। এখানে এই ফোনগুলো উপলব্ধ আছে।

যে যে ফোনগুলোর দাম কমেছে সেগুলোর মধ্যে আছে Redmi Note 12 5G, Redmi K50i, Redmi 12C, Xiaomi 12 Pro। কোন ফোন এখন কত টাকায় উপলব্ধ হল দেখুন। 

Redmi Note 12 5G

এই ফোনটির দাম 7,000 টাকা কমানো হল। এখন এটি মাত্র 14,999 টাকায় কেনা যাবে।

এই ফোনে আছে প্রিমিয়াম ডিজাইন সহ দারুন পারফরমেন্স এবং ব্যাটারি লাইফ। এই ফোনে আছে Snapdragon 4 Gen 1 প্রসেসর। 120 Hz রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে আছে এখানে।

আরও পড়ুন: ফের নতুন দুটি রঙে বাজারে এল Nokia 2660 Flip, দেখুন দাম সহ ফিচার

5000 mAh ব্যাটারি সহ ফাস্ট চার্জিং -এর সুবিধা মিলবে। আছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা। এটির আসল দাম অর্থাৎ লঞ্চের সময় দাম ছিল 21,999 টাকা। 

Redmi K50i

এই ফোনটির দামও 7,000 টাকা কমানো হয়েছে। এখন এটি 18,999 টাকায় কেনা যাচ্ছে।

এখানে আছে MediaTek Dimensity 8100 প্রসেসর। 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে সহ 144 Hz রিফ্রেশ রেট। এখানে 5080 mAh ব্যাটারি আছে।

Price cut of 4 phones of xiaomi

64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এখানে। সঙ্গে 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর আছে। এই ফোনটি যখন লঞ্চ হয় তার দাম ছিল 25,999 টাকা। 

Redmi 12C 

এই ফোনটির দাম 2,000 টাকা কমে হয়েছে 8,499 টাকা। এখানে 6.71 ইঞ্চির একটি HD+ ডট ড্রপ ডিসপ্লে আছে। এটি পরিচালিত হয় MediaTek Helio G85 প্রসেসরের সাহায্যে।

আরও পড়ুন: 2023 Redmi-এর ফোন কিনতে হলে কোনটা কিনবেন ভাবছেন? সেরার তালিকায় রাখুন এগুলো

50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে। এই ফোন 4 রঙে কিনতে পাওয়া যায়, ল্যাভেন্ডার পার্পল, মিন্ট গ্রিন, রয়েল ব্লু, ম্যাট ব্ল্যাক। এই ফোনটি দুটো RAM ভ্যারিয়েন্ট আছে, 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ, 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এটার লঞ্চের সময় দাম ছিল 10,4999 টাকা। 

Xiaomi 12 Pro

এই ফোনটির দাম 35,000 টাকা কমানো হয়েছে। এখন এটি মাত্র 44,999 টাকায় কেনা যাচ্ছে। যখন লঞ্চ করেছিল তখন এটির দাম ছিল 79,999 টাকা।

Redmi Phones price cut

এটি একটি Flagship ফোন, এখানে Snapdragon 8 Gen 1 প্রসেসর আছে। AMOLED ডিসপ্লে আছে এই ফোনে। তিনটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে এই ফোনে।

120W হাইপার চার্জের সুবিধা মিলবে এখানে। কোম্পানির তরফে দাবি করা হয় এটি মাত্র 18 মিনিটে ফুল চার্জ হতে সক্ষম।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo