Honor 7X এর সঙ্গে এয়ারটেলের 90GB ডাটা ফ্রি পাওয়া যাচ্ছে
4GB র্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা আর এর 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,999 টাকা
Honor 7X ফোনটি সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছিল। আর এবার এই স্মার্টফোনটি আরও একবার কিনতে পাওয়া যাচ্ছে। এটি অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে। এর সেল 29 ডিসেম্বর অব্দি চলবে। এই সেলে নো কস্ট EMIও পাওয়া যাচ্ছে। এর দাম শুর হয় . 12,999টাকা থেকে।
Surveyএর সঙ্গে আপনাদের এও জানিয়ে রাখি যে আপনি যদি এই ফত্নি এই সেলে কেনেন তবে আপনি এয়ারটেলের 90GB ডাটাও ফ্রিতে পাবেন। তাই আপনি যদি একজন এয়ারটেল ইউজার্স হন আর এই ফোনটি কিনতে চান তবে আপনি এই ফোনটির সঙ্গে 90GB বেশি ডাটা পাবেন।
Honor 7X ফোনটি তে 4GB র্যামের সঙ্গে 32GB আর 64GB স্টোরেজের অপশান পাওয়া যাচ্ছে। 4GB র্যাম আর 32GB স্টোরেজটির দাম 12,999 টাকা আর সেখানে এই ফোনের 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 15,999 টাকা।
এই স্মার্টফোনটির ফিচার্স কেমন তা এবার দেখে নেওয়া যাক এই ফোনটিতে 5.93 ইঞ্চির LCD ডিসপ্লে আছে যা 2160 x 1080p রেজিলিউশান যুক্ত। এই ডিভাইসে কিরিন 659 চিপসেট, 4GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ আছে। এই হ্যান্ডসেটটি মাইক্রো SD কার্ড স্লটও আছে।
Honor 7X ফোনটিতে 16MP+2MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে আর এর ফ্রন্ট ক্যামেরা 8MP’র। এই হ্যান্ডসেটটিতে EMUI 5.1 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট আছে আর এই ডিভাইসের রেয়ার অংশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এই ডিভাইসের ব্যাটারি 3340 mAh আর চার্জিং এর জন্য এই ডিভাইসে মাইক্রো USB বোর্ড ব্যবহার করা হয়।