VIVO Y12 ফোনটি ভারতে ট্রিপেল রেয়ার ক্যামেরা আর ওয়টার ড্রপ নচের সঙ্গে লঞ্চ হল

VIVO Y12 ফোনটি ভারতে ট্রিপেল রেয়ার ক্যামেরা আর ওয়টার ড্রপ নচের সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

Vivo Y সিরিজের নতুন ফোন এল

ট্রিপেল ক্যামেরা আর ওয়াটার ড্রপ নচ যুক্ত ফোন

ফোনে একটি 5000mAh য়ের ব্যাটারি আছে

আরও একবার নতুন একটি ফোন ভারতে লঞ্চ করল ভিভো। তাদের এই ফোনটির নাম Vivo Y12আর এটি ভারতে ট্রিপ্লে ক্যামেরা, ওয়াটার ড্রপ নচ আর 5000mAh য়ের ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে।

এই স্মার্টফোনটিত কোম্পানির Y সিরিজের ফন্তুন ফোন। এই ফোনটিতে 6.35 ইঞ্চির “হ্যালো ফুল ভিউ” ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 720×1544 পিক্সাল আর এর স্ক্রিন টু বডি রেশিও 89%।

Vivo Y12 ফোনটির স্পেসিফিকেশান

এই ফোনে আপনারা ট্রিপেল ক্যামেরা সেটআপ পাবেন যা 13MP র প্রাইমারি ক্যমাএরা 8MP র ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2MP র ডেপথ সেন্সার যুক্ত। আর এই ফোনে 8MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই Vivo Y12 ফোনে আপনারা AI পাবেন, সঙ্গে আছে স্লো মো আর পোট্রেড মোডের সুবিধাও।

ভিভোর নতুন ফোনে মিডিয়াটেক হেলিও P22 SoC আছে আর এই ফোনে 4GB র‍্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে একটি ভাল গেমিং অভিজ্ঞতার জন্য কোম্পানি আল্ট্রা গেমিং মোড দিয়েছে।

Vivo Y12 ফোনে আপনারা কাস্টম ফান টাচ OS 9 পাবেন আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই আছে। আর Vivo Y12 ফোনটির দাম 12,490 টাকা রাখা হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo