ভারতে 14,990 টাকার প্রাথমিক দামে লঞ্চ হল VIVO Z1 PRO

ভারতে 14,990 টাকার প্রাথমিক দামে লঞ্চ হল VIVO Z1 PRO
HIGHLIGHTS

ফোনটি 11 জুলাই প্রথম বিক্রি করা হবে

ফোনের প্রাথমিক দাম 14,990 টাকা

ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরার সঙ্গে পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে

অবশেষে ভিভো আজকে ভারতে তাদের VIVO Z1 PRO ফোনটি লঞ্চ করেছে। আর এই ফোনে পাঞ্চ হোল ক্যামেরা আছে আর এই ফোনের প্রাথমিক দাম 14,990 টাকা আর এই ফোনটি 11 জুলাই প্রথম কেনা যাবে।

Vivo Z1 Pro ফোনের দাম

ভারতে লঞ্চ হওয়া এই Vivo Z1 Pro ফোনটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের দাম 14,990 টাকা রাখা হয়েছে আর এই ফোনের 6GB র‍্যাম আর 64GB স্টোরেজের দাম 16,990 টাকা আর এর সব থেকে বড় ভেরিয়েন্ট 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের দাম 17,990 টাকা রাখা হয়েছে।

Vivo Z1 Pro ফোনের স্পেসিফিকেশান

এই ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712 অক্টা কোর প্রসেসার পাবেম আর এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। আর এই ফোনটির স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে কেনা যাবে। আর এই ফোনে ভাল গেমিং অভিজ্ঞতার জন্য 616 GPU দেওয়া হয়েছে।

ভিভো Z1 Pro ফোনটিতে স্ন্যাপড্র্যাগন X15 মোডীমের সঙ্গে এসেছে আর এটি 80Mbps ডাউনলোড স্পিড সাপোর্ট করে। আর এই ফোনের এই স্পিড ইন্টারনেটের নয় এটি এর কানেক্টিভিটির স্পিড।

Vivo Z1 Pro ফোনটিতে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর ফানটাচ OS 9 য়ে চলে আর এই ফোনে আপনারা 6.53 ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে যুক্ত। আর এই ফোনের ক্যামেরার দিকটি যদি আমরা দেখি তবে এই ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা যুক্ত আর এই ফোনে আপনার 16MP+8MP+2MP র ক্যামেরা পাবেন।

এই ভিভো ফোনে আপনারা পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা 32MP র পাবেন আর এই ফোনে 18W ফাস্ট চার্জ যুক্ত 5000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo