Vivo X Fold 5 এবং Vivo X200 FE আজ ভারতে হবে লঞ্চ, জানুন দুটি স্মার্টফোনের ফিচার কেমন হবে

Vivo X Fold 5 এবং Vivo X200 FE আজ ভারতে হবে লঞ্চ, জানুন দুটি স্মার্টফোনের ফিচার কেমন হবে

ভিভো আজ 14 জুলাই ভারতীয় বাজারে তার নতুন প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি এতে একটি ফোল্ডেবল ফ্ল্যাগশিপ Vivo X Fold 5 এবং দ্বিতীয় প্রিমিয়াম কমপ্যাক্ট স্মার্টফোন Vivo X200 FE আনবে। টিজার থেকে জানা গেছে যে এই ফোনটি অনেকটা চাইনিজ ভ্যারিয়্যান্টের এর মতো হবে। আসুন জেনে নেওয়া যাক কেমন হবে নতুন ভিভো এক্স ফোল্ড ৫ এবং ভিভো এক্স২০০এফই ফোনটি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Vivo X Fold 5, X200 FE ফোনটি কখন হবে লঞ্চ

নতুন ভিভো এক্স ফোল্ড ৫ এবং ভিভো এক্স২০০এফই ভারতে 14 জুলাই দুপুর 12টায় লঞ্চ হবে। গ্রাহকরা কোম্পানির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফোনের লাইভ ইভেন্ট দেখতে পারবেন।

আরও পড়ুন: 12 হাজার টাকার কমে কিনুন ডলবি অডিও এবং HD ডিসপ্লে সহ LED Smart TV, Amazon Prime Day সেলে সবচেয়ে সস্তা

ভিভো এক্স ফোল্ড ৫ ফোনের স্পসিফিকেশন কেমন হবে

ফিচারের কথা বললে, ভিভো এক্স ফোল্ড ৫ ফোনের ভারতীয় ভ্যারিয়্যান্টে স্পেসিফিকেশনের অফিসিয়াল ঘোষণা এখনও করা হয়েনি। তবে চীনা মডেল হিসেবে এতে 8.03 ইঞ্চির 2K+ 8T LTPO AMOLED প্রাইমারি ডিসপ্লে হবে যা 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এছাড়া এতে 6.53 ইঞ্চির ফুল HD+ LTPO AMOLED কভার ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। যার রিফ্রেশ রেট 120Hz এবং 4500 নিট পিক ব্রাইটনেস হবে। এক্স ফোল্ড ৫ ফোনটি কোয়ালকম Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করবে। এটি 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ হবে বলে আশা করা হচ্ছে।

Vivo X Fold 5 India Launch today

ফটোগ্রাফির ক্ষেত্রে এক্স ফোল্ড ৫ ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি লেন্স, 50 মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 50 মেগাপিক্সেল সোনি IMX882 3x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। ফ্রন্টে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওায় যাবে। পাওয়ার দিতে ফোনে 80W ওয়্যারড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 6000mAh ব্যাটারি পাওয়া যাবে।

এবার কথা ভিভো এক্স২০০ এফই ফোনের স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, ভিভো এক্স২০০ এফইভিভো এক্স২০০ এফ ফোনে 6.31-ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত হয়ছে। ফটোগ্রাপির ক্ষেত্রে এতে ডুয়াল 50 মেগাপিক্সেল ZEISS লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা হবে। পাওয়ার দিতে এই ফোনে 6500mAh বড় ব্যাটারি হবে যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

প্রসেসর হিসেবে এক্স২০০ এফই ফোনটি অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ চিপসেট সহ আসবে। এই ফোন Android 15 ভিত্তিক Vivo FunTouch OS 15 আসবে।

আরও পড়ুন: সোজা 15000 টাকা সস্তায় কিনুন সবচেয়ে ব্রাইট ডিসপ্লে এবং 120W ফাস্ট চার্জিং সহ Realme 5G স্মার্টফোন, জলের ভিতরে করা যাবে ফটোগ্রাফি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo