তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং আল্ট্রা স্লিম বুক স্টাইল ফোল্ডেবাল Vivo X Fold 5 স্মার্টফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত
ভিভো আজ ভারতীয় বাজারে Vivo X200 FE স্মার্টফোনের পাশাপাশি, নতুন প্রিমিয়াম স্মার্টফোন Vivo X Fold 5 লঞ্চ করেছে। এক্স ফোল্ড ৫ স্মার্টফোনে রয়েছে কোয়ালকম Snapdragon 8 Elite চিপসেট। এই ফোল্ডেবাল ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। সাথে ফ্রন্টে 20 মেগাপিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ভিভো এক্স ফোল্ড ৫ ফোনের ফিচার এবং দাম সম্পর্কে।
Surveyভারতে Vivo X Fold 5 ফোনের দাম কত
দামের কথা বললে, ভিভো এক্স ফোল্ড ৫ ফোনের 16GB RAM + 512GB স্টোরেজ মডেলের দাম 1,49,999 টাকা। এই স্মার্টফোনটি আজ থেকে ভিভোর অফিসিয়াল সাইটে বুকিং করা যাবে। সাথে ফোনের বিক্রি 14 জুলাই থেকে শুরু হবে। এই স্মার্টফোনটি টাইটানিয়াম গ্রে রঙের বিকল্পে পাওয়া যাবে।
আরও পড়ুন: 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ Vivo X200 FE ভারতে লঞ্চ, জানুন দাম এবং ফিচার

ভিভো এক্স ফোল্ড ৫ ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, ভিভো এক্স ফোল্ড ৫ ফোনে রয়েছে 8.03 ইঞ্চি AMOLED প্রাইমারি ডিসপ্লে, যার রেজোলিউশন 2480 × 2200 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস। এছাড়া এতে 6.53 ইঞ্চি AMOLED কভার ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 2748 × 1172 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস দেওয়া। এক্স ফোল্ড ৫ ফোনটি Qualcomm Snapdragon 8 Generation 3 প্রসেসর এবং Adreno 750 GPU তে কাজ করে। এতে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ পেয়ার করা। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক Funtouch OS 15-তে কাজ করে।
ক্যামেরার ক্ষেত্রে এক্স ফোল্ড ৫ ফোনের রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেল AF IMX921 OIS VCS প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল AF JN1 ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল AF IMX882 OIS টেলিফোটো 3x অপটিক্যাল জুম ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে ফোনে 20-মেগাপিক্সেল প্রথম ফ্রন্ট ক্যামেরা এবং 20 মেগাপিক্সেল দ্বিতীয় ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার দিতে 80W ওয়্যারড ফাস্ট চার্জিং সহ 6000mAh ব্যাটারি রয়েছে। ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে এতে IP5X, IPX8, IPX9 রেটিং দেওয়া হয়েছে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile