Vivo V30 Pro: মিডিয়াটেক প্রসেসর এবং 50MP Zeiss ক্যামেরা সহ নতুন ফোন লঞ্চ

Vivo V30 Pro: মিডিয়াটেক প্রসেসর এবং 50MP Zeiss ক্যামেরা সহ নতুন ফোন লঞ্চ
HIGHLIGHTS

ভিভো V30 প্রো ফোনট V-series এর প্রথম ফোন, যা Zeiss ক্যামেরার সাথে আনা হয়েছে

ভিভো ভি30 প্রো ফোনে চারটি 50MP ক্যামেরা সহ Aura Light দেওয়া হয়েছে

আগামী মাসের 7 তারিখ Vivo V30 series ভারতে আসতে চলেছে

Vivo V30 Pro কোম্পানি V সিরিজের আওতায় লঞ্চ করে দেওয়া হয়েছে। এই ফোনটি Vivo V29 Pro এর সাক্সেসার হিসেবে আনা হয়েছে। আপাতত এই স্মার্টফোনটি ইন্দোনেশিয়ায় লঞ্চ করা হয়েছে। তবে আগামী মাসের 7 তারিখ Vivo V30 series ভারতে আসতে চলেছে।

ভিভো V30 প্রো ফোনট V-series এর প্রথম ফোন, যা Zeiss ক্যামেরার সাথে আনা হয়েছে। সাধারণত, এই ক্যামেরা ফিচারটি ভিভো-র ফ্ল্যাগশিপ লাইনআপে অফার করা হয়ে। ভিভো ভি30 প্রো ফোনে চারটি 50MP ক্যামেরা সহ Aura Light দেওয়া হয়েছে। এটি কম আলোতেও ভালো ছবি তুলতে সাহায্য দেবে।

আরও পড়ুন: Confirm! সস্তায় সেরা ক্যামেরা সহ আসছে Vivo V30 Series, ভারতে এই দিন লঞ্চ হবে দুটি ফোন

Vivo V30 Pro ফোনের দাম কত

Vivo V30 Pro
ভিভো V30 প্রো ফোনট V-series এর প্রথম ফোন, যা Zeiss ক্যামেরার সাথে আনা হয়েছে

ভিভো ভি30 প্রো ফোনটি ইন্ডোনেশিয়ায় বাজারে Rp 8,999,000 (প্রায় 47,600 টাকা) শুরুর দামে আনা হয়েছে। এই দামে ফোনের 12GB + 512GB মডেল কেনা যাবে।

V30 Pro ফোনে কী রয়েছে স্পেসিফিকেশন

ভিভো ফোনের ডিসপ্লেতে 6.78-ইঞ্চি 1.5K কার্ভড AMOLED স্ক্রিন পাওয়া যাবে। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 প্রসেসর চলে। এটি 12 জিবি RAM এর সাথে পেয়ার করা হয়েছে। স্টোরেজ হিসেবে এতে 512 জিবি স্টোরেজ পাওয়া যাবে।

Vivo V30 Series Camera
ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 প্রসেসর চলে

ফটোগ্রাফির জন্য ভিভো ফোনে Sony-এর IMX920 সেন্সর সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। এতে OIS সাপোর্ট দেওয়া হবে। এছাড়া এতে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে। সেলফি তোলার জন্য এতে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে এই ফোনটি 5000mAh ব্যাটারি সহ আনা হয়েছে।এটি 80W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এই ফোনটি Android 14 OS-এ কাজ করে, যার উপরে Funtouch OS 14-এর একটি লেয়ার রয়েছে।

আরও পড়ুন: 28000mAh Battery Smartphone: একবার চার্জে চলবে 7 দিন! এসে গেল বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি ফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo