শক্তিশালী ব্য়টারি ও দুর্দান্ত ক্য়ামেরা সহ লঞ্চ হল Vivo V19, কোথায় পাওয়া জাবে জেনে নিন

শক্তিশালী ব্য়টারি ও দুর্দান্ত ক্য়ামেরা সহ লঞ্চ হল Vivo V19, কোথায় পাওয়া জাবে জেনে নিন
HIGHLIGHTS

কোয়াড রিয়ার ক্যামেরা ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি আছে Vivo V19-এ

আগামী ১৫ মে Amazon India, Flipkart, Vivo E-store থেকে ফোনটির প্রথম সেল অনুষ্ঠিত হবে

অবশেষে ভারতে আজ ভিভো তাদের নতুন স্মার্টফোন Vivo V19 কে লঞ্চ করে। আপনাদের বলে দি যে গ্লোবাল ভিভো ভি 19 মূলত 26 মার্চ ভারতে লঞ্চ হওয়ার কথা ছিল কিন্তু  লকডাউনের কারনে তা পিছিয়ে গিয়েছিল।

ফোনটি Vivo V19 মিড রেঞ্জ প্রাইস সেগমেন্ট বাজারে আনা হয়। কোম্পানি তার এই নতুন ফোনটি দুর্দান্ত ক্য়ামেরা সহ লঞ্চ করেছে। Vivo V19 ফোনের অন্যান্য ফিচারের কথা বললে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১২ প্রসেসর, কোয়াড রিয়ার ক্যামেরা ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি পাবেন।

আসুন এই ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানি।

Vivo V19 স্পেসিফিকেশন :

পাঞ্চ হোল ডিজাইনের সাথে ভিভো ভি ১৯ ফোনে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ২৪০০ x ১০৮০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৬ আছে। 

সিকিউরিটির জন্য এই ফোনে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মার্টফোনটিতে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১২ প্রসেসর, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি জিবি স্টোরেজ। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে আছে অ্যান্ড্রয়েড ১০ বেসড ফানটাচ ১০।

ভিভো ভি ১৯ ফোনের সামনে এফ/ ২.১ অ্যাপারচারের সাথে ৩২ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। আবার পিছনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রধান ক্যামেরা এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল। অন্যান্য ক্যামেরার কথা বললে এতে আছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেডিকেটেড ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। এই ফোনের ক্যামেরায় বোকেহ, পোর্ট্রেট, নাইট মোড ফিচার উপলব্ধ। 

ফোনটি অ্যান্ড্রয়েড পাই ১০ ভিত্তিক ফানটাচ ১০ সিস্টেমে চলে। এতে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জিংয়ের সাথে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Vivo V19 দাম, উপলব্ধতা ও অফার :

ভারতে ভিভো ভি ১৯ ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এসেছে। এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯০ টাকা। আবার ফোনটির ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯০ টাকা। আগামী ১৫ মে Amazon India, Flipkart, Vivo E-store থেকে ফোনটির প্রথম সেল অনুষ্ঠিত হবে। HDFC এবং ICICI ব্যাংক ক্রেডিট কার্ড গ্রাহকরা এই ফোনের উপর ১০ শতাংশ ছাড় পাবে। জিও গ্রাহকরা এই ফোনের সাথে ৪০,০০০ টাকা পর্যন্ত বেনিফিট পাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo