আজ ভারতে আসছে Vivo V19, এক নজরে দেখে নিন দাম ও ফিচার্স

আজ ভারতে আসছে Vivo V19, এক নজরে দেখে নিন দাম ও ফিচার্স
HIGHLIGHTS

ভারতে 25,000 টাকায় এই ফোন লঞ্চ হতে পারে

Vivo V19-এ 6.44 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে

স্মার্টফোন কোম্পানি ভিভো তার নতুন ফোন নিয়ে হাজির হবে আজ। কোম্পানি তার নতুন ডিভাইস Vivo V19 আজ লঞ্চ করবে বলে জানিয়েছে। আপনাদের বলে দি যে গ্লোবাল ভিভো ভি 19 মূলত 26 মার্চ ভারতে লঞ্চ হওয়ার কথা ছিল কিন্তু লকডাউনের কারনে তা পিছিয়ে গিয়েছিল।

সম্প্রতিৃ ই-কমার্স ডেলিভারিতে সবুজ সংকেত মেলার পরেই নতুন ফোন লঞ্চের দিন জানিয়ে দিয়েছে Vivo। ইতিমধ্যেই গ্লোবাল ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Vivo V19। ভারতে 25,000 টাকায় এই ফোন লঞ্চ হতে পারে। দুটি রঙে এই স্মার্টফোন লঞ্চ করবে Vivo।

Vivo V19 লঞ্চ স্পেসিফিকেশন

Vivo V19-এ 6.44 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 10 স্কিন চলবে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712 চিপসেট। সঙ্গে থাকছে 8GB RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।

এই ফোনে ডুয়াল সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনের পিছনে চারটি ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে USB Type-C পোর্ট, 3.5মিমি অডিও জ্যাক, Bluetooth v5.0, ডুয়াল ব্যান্ড Wi-Fi, GPS। ফোনের ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি ও 33W ফাস্ট চার্জিং।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo