10 হাজার টাকার কম দামে বিক্রি হচ্ছে Vivo 5G স্মার্টফোন, পাওয়ারফুল প্রসেসর এবং বড় ব্যাটারি মিলবে সবকিছু

HIGHLIGHTS

আপনি যদি 10 হাজার টাকার কম দামে একটি নতুন 5G স্মার্টফোন কিনতে চান, তবে এটাই সুযোগ

Flipkart সাইটে Vivo 5G দুর্দান্ত স্মার্টফোনে বাম্পার ছাড় দেওয়া হচ্ছে

ফ্লিপকার্ট সাইটে ভিভো এর সস্তা স্মার্টফোনটি 10,499 টাকায় লিস্ট করা

10 হাজার টাকার কম দামে বিক্রি হচ্ছে Vivo 5G স্মার্টফোন, পাওয়ারফুল প্রসেসর এবং বড় ব্যাটারি মিলবে সবকিছু

আপনি যদি 10 হাজার টাকার কম দামে একটি নতুন 5G স্মার্টফোন কিনতে চান, তবে এটাই সুযোগ। কারণ, Flipkart সাইটে Vivo 5G দুর্দান্ত স্মার্টফোনে বাম্পার ছাড় দেওয়া হচ্ছে। ছাড়ের পর গ্রাহকরা ফোনটি 10,000 টাকার কম দামে কিনতে পারবেন। ফিচার হিসেবে ফোনে Dimensity 6300 প্রসেসর, 50MP ক্যামেরা এবং বড় স্ক্রিন রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

10 হাজার টাকার কম দামে Vivo 5G

ফ্লিপকার্ট সাইটে ভিভো এর সস্তা স্মার্টফোনটি 10,499 টাকায় লিস্ট করা। এটি 4GB RAM+128GB স্টোরেজ মডেল সহ আসে। তবে এই ফোনের আসল দাম 14,499 টাকা। যার মানে গ্রাহকরা এই ফোনে 4000 টাকার ফ্ল্যাট ছাড় পাবেন।

আরও পড়ুন: OnePlus, Samsung এর চিন্তা বাড়াতে 10 ডিসেম্বর ভারতে আসছে বাজেট প্রাইসে Moto G35 5G, লঞ্চের আগেই প্রকাশ্যে ফিচার

শুধু তাই নয়, কোম্পানি এই ফোনে ব্যাঙ্ক অফারও দিচ্ছে। গ্রাহকদের যেকোনো ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 500 টাকার অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

5G smartphone under 10K Vivo T3 Lite get discount price on Amazon Black Friday sale

বলে দি যে আমরা যেই ফোনের কথা বলছি, সেটি হল Vivo T3 Lite 5G। আপনি পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ভিভো টি3 লাইট 5জি ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।

VivoT3 Lite 5G ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: ভিভো কোম্পানির এই ফোনটি 6.56-ইঞ্চি স্ক্রিন রয়েছে যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: পারফরম্যান্স ক্ষেত্রে ফোনটি Dimensity 6300 প্রসেসরে কাজ করে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো টি3 লাইট ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা পাওয়া যাবে। সেলফি তোলার জন্য ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 5000mAh এর ব্যাটারি দেওয়া। ফোনটি 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

আরও পড়ুন: Jio গ্রাহকদের জন্য সুখবর, 200 টাকা কম দামে মিলবে হাই-স্পিড 5G ডেটা সাথে কলিং-SMS

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo