নতুন স্মার্টফোন কিনবেন? এক নজর দেখে নিন 10 সেরা টপ ট্রেন্ডিং স্মার্টফোন

নতুন স্মার্টফোন কিনবেন? এক নজর দেখে নিন 10 সেরা টপ ট্রেন্ডিং স্মার্টফোন
HIGHLIGHTS

Xiaomi, Samsung থেকে শুরু করে Apple ছিল গত সপ্তাহের সবচেয়ে ট্রেন্ডিং স্মার্টফোন

টপিং স্মার্টফোনের লিস্ট রয়েছে যা হল রেডমি নোট 10 প্রো, পোকো X3 প্রো এবং নোকিয়া XR20

আগামী ওয়ানপ্লাস নর্ড 2 এবং পোকো F3 GT পকেট ফ্রেন্ডলি স্মার্টফোন এই লিস্ট আসতে চলেছে

ভারতীয় বাজারে আজকাল সস্তা এবং মিড-রেঞ্জের 5G স্মার্টফোন ট্রেন্ডিং করছে। এর মধ্যে যোগ দিতে চলেছে আগামী ওয়ানপ্লাস নর্ড 2 এবং পোকো F3 GT পকেট ফ্রেন্ডলি স্মার্টফোন। এখানে আমরা কিছু এমন স্মার্টফোন সম্পর্কে বলবো যা সম্প্রতি ভারতে লঞ্চ হওয়ার আগেই বা লঞ্চ হওয়ার পরে বেশ জনপ্রিয় হয়েছে। কিছু স্মার্টফোন এখনও বাজারে আসেনি, তবে স্মার্টফোন ইউজাররা অধীর অপেক্ষায় রয়েছে। বাকি স্মার্টফোন ছাড়াও এখানে এই সপ্তাহের চার্ট-টপিং স্মার্টফোনের লিস্ট রয়েছে যা হল রেডমি নোট 10 প্রো, পোকো X3 প্রো এবং নোকিয়া XR20।

আমরা আপনার জন্য গত সপ্তাহের সবচেয়ে ট্রেন্ডিং Xiaomi Redmi Note 10 Pro, Poco X3 Pro, Xiaomi Redmi Note 10, Samsung Galaxy M21 2021, Samsung Galaxy S21 Ultra 5G, Samsung Galaxy A52, Poco F3, Nokia XR20, OnePlus Nord 2 5G, Apple iPhone 12 Pro Max সম্পর্কে বলবো। দেখে নিন লিস্ট ….

1. Xiaomi Redmi Note 10 Pro

Redmi Note 10 Pro-তে 6.67-ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080 পিক্সেল, পাঞ্চহোল এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে। প্রসেসরের কথা বললে Redmi Note 10 Pro ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসর দেওয়া হয়েছে। স্টোরেজ নিয়ে যদি কথা বলি তবে এই স্মার্টফোনে সর্বাধিক 8 জিবি র‌্যাম এবং সর্বাধিক 128 জিবি স্টোরেজ রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512 জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।

Redmi NOte 10 Pro

এই স্মার্টফোনের রিয়ারে 64 মেগাপিক্সেল মেন সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেল মাইক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। ফ্রন্ট ক্যামেরার কথা বললে, এই স্মার্টফোনে 16-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে কথা বললে, রেডমি নোট 10 প্রো-তে 5020mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং সপোর্ট করে।

Redmi Note 10 Pro স্মার্টফোন MIUI 12 ভিত্তিক অ্যান্ড্রয়েড 11 এ কাজ করে এবং শীঘ্রই MIUI 12.5-এর আপডেট পাবে। কানেক্টিভিটির জন্য় রেডমি নোট 10 প্রো-তে 4G VoLTE, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস / এ-জিপিএস, ইনফ্র্যাড (IR), ইউএসবি টাইপ-সি এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এছাড়াও এই ফোনে 360 ডিগ্রি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর দেওয়া হয়েছে।

2. Poco X3 Pro

পোকো X3 প্রো ফোনে 6.67 ইঞ্চি ফুল HD+ (1080 x2400 পিক্সেল) ডট ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও 20: 9 এবং রিফ্রেশ রেট 120Hz দেওয়া। ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট 240 Hz এবং সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 6 দেওয়া হয়েছে। Poco X3 Pro ফোনে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 প্রসেসর এবং গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো 640 GPU দেওয়া হয়েছে। হ্যান্ডসেটে 6GB এবং 8GB RAM এর 128GB স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ফোনের পিছনে 48 মেগাপিক্সেল প্রাথমিক Sony IMX582 ক্যামেরা সেন্সর, অ্যাপারচার এফ/1.79 রয়েছে। পাশাপাশি 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্সের অ্যাপারচার এফ/2.2 এবং 2-মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর (ম্যাক্রো এবং ডেপথ) দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 20-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, অ্যাপারচার এফ/2.2 রয়েছে। ফোনে ডুয়াল ভিডিও, নাইট মোড সেল্ফির মতো ক্যামেরা ফিচার দেওয়া হয়েছে।

Poco X3 Pro ফোনে পাওয়ার দেওয়ার জন্য় 5160mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সপোর্ট করে। সংস্থার দাবি যে ফোনটি 59 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। পোকো-র এই ফোনের সুরক্ষার জন্য, সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার, ব্লুটুথ ভার্সন 5, 4G LTE, GPS, A-GPS, Wi-Fi 802.11 Ac, আইআর ব্লাস্টার, NFC এবং হেডফোন জ্যাক রয়েছে। ফোন গরম না করার জন্য সংস্থা লিকুইডকুল প্রযুক্তি 1.0 প্লাস এর ব্যবহার করা হয়েছে।

3. Xiaomi Redmi Note 10

ফোনের ডিসপ্লে সম্পর্কে কথা বললে, Redmi Note 10-এ 6.43 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080 পিক্সেল, পাঞ্চহোল এবং 60Hz রিফ্রেশ রেট রয়েছে। প্রসেসরের কথা বললে Redmi Note 10-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 678G প্রসেসর দেওয়া। এই স্মার্টফোনে সর্বাধিক 6 জিবি র‌্যাম এবং সর্বাধিক 64 জিবি স্টোরেজ রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে 512 জিবি করা যেতে পারে।

এই স্মার্টফোনের রিয়ারে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। ফ্রন্ট ক্যামেরার কথা বললে, এই স্মার্টফোনে 16-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ব্যাটারি ব্যাকআপের জন্য রেডমি নোট 10-এ 5020mAh ব্যাটারি রয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সপোর্ট করে। Redmi Note 10 স্মার্টফোনে MIUI 12  ভিত্তিক Android 11 এ কাজ করে এবং শীঘ্রই MIUI 12.5-এর আপডেট পাওয়া যাবে।

4. Samsung Galaxy M21 2021

Samsung Galaxy M21 2021 Edition ফোনে 6.4-ইঞ্চি ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1080×2340 পিক্সেল দেওয়া। ফোনে অক্টা-কোর Exynos 9611 প্রসেসর, গ্রাফিক্সের জন্য Mali-G72 MP3 GPU, 6 জিবি LPDDR4x RAM এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন। এতে অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক One UI Core  দেওয়া হয়েছে।

Samsung Galaxy M21

Galaxy M21 2021 Edition ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যার প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেল। দ্বিতীয় লেন্সটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং তৃতীয় লেন্সটি 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। প্রাইমারি লেন্স স্যামসাং এর ISOCELL GM2। সেলফির জন্য এতে 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

কানেক্টিভিটির জন্য, এতে 4G VoLTE, Wi-Fi, ব্লুটুথ, GPS / A-GPS, USB টাইপ-সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

5. Samsung Galaxy S21 Ultra 5G

Samsung Galaxy S21 Ultra মডেলে 6.8 ইঞ্চির WQHD+ Dynamic AMOLED 2x কার্ভড ডিসপ্লে রয়েছে। এই আলট্রা স্মার্টফোনের ডিসপ্লেতে 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। Samsung Galaxy S21 Ultra স্মার্টফোনে কোয়াড-ক্যামেরা সেটআপ থাকছে। এর প্রাইমারি লেন্স 108MP f/1.8। এছাড়াও একটি 12MP f/2.2 আলট্রা ওয়াইড লেন্স, একটি 10MP f/2.4, 3x অপ্টিক্যাল টেলিফোটো এবং একটি 10MP f/4.9, 10x অপ্টিক্যাল সুপার টেলিফোটো লেন্স রয়েছে। এই গ্যালাক্সি আলট্রা মডেলে লেজার অটোফোকাস এবং LED ফ্ল্যাশও রয়েছে। Galaxy S21 Ultra-তে হোল-পাঞ্চ ডিসপ্লের মধ্যে 40MP f/2.2 ফ্রন্ট ক্যামেরা থাকছে। Galaxy S21 Ultra মডেলে S Pen সাপোর্ট দেওয়া হয়েছে। টপ-এন্ড Galaxy S21 Ultra-তে 5,000 mAh ব্যাটারি থাকছে। স্মার্টফোনে 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস পাওয়ার শেয়ার সাপোর্ট করবে।

6. Samsung Galaxy A52

নতুন স্যামসাং গ্যালাক্সি A সিরিজের নতুন স্মার্টফোন Samsung Galaxy A52 এর স্পেসিফিকেশন এবং ফিচার এর কথা বললে তবে এই ফোনে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে, যার ডিসপ্লে রিফ্রেশ রেট 120Hz। এই ফোনে রয়েছে IP67 ওয়াটর এবং ডাস্ট রেসিস্টেন্ট। Android 11 অপারেটিং সিস্টম এবং Octa-core প্রসেসর সহ এই ফোনে 4,500mAh এর ব্যাটারি রয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সপোর্টের সাথে আসে।

তবে Samsung Galaxy A52 5G ফোনের ক্যামেরার কথা বলতে গেলে এতে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যাতে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, 5 মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর এবং 5MP ম্যাক্রো লেন্স রয়েছে। এছাড়া ফোনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

7. Poco F3

পোকো F3 ফোনে 6.67 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। প্রসেসরের কথা বললে এই স্মার্টফোনে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে f/1.79 অ্যাপারচার সহ 48MP প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার সহ 8MP দ্বিতীয় ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ 5MP তৃতীয় ক্যামেরা রয়েছে। সামনের ক্যামেরার কথা বললে, এই স্মার্টফোনে অ্যাপারচারের সাথে এফ / 2.0 অ্যাপারচার সহ 20 এমপি সেলফি ক্যামেরা রয়েছে।

POCO F3

স্টোরেজ সম্পর্কে কথা বললে, এই স্মার্টফোনে 6 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ রয়েছে। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে, এই স্মার্টফোনের ব্যাটারি 4520mAh রয়েছে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 11 এর ভিত্তিতে MIUI 12 for Poco এ কাজ করে। স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কম্পাস সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলোমিটার সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং জাইরোস্কোপ সেন্সর রয়েছে।

8. Nokia XR20

স্পেসিফিকেশনগুলির ক্ষেত্রে, Nokia XR20 ফোনে 6.67 ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে। প্রসেসরের কথা বললে এই স্মার্টফোনে অক্টা কোর কোয়ালকম SM4350 স্ন্যাপড্রাগন 480 প্রসেসর দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, এই স্মার্টফোনটি Android 11 এ কাজ করে। ক্যামেরার ক্ষেত্রে, এই স্মার্টফোনে f/1.79 অ্যাপারচার সহ 48MP প্রথম ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার সহ 13MP দ্বিতীয় ক্যামেরা রয়েছে।

স্টোরেজ সম্পর্কে কথা বললে, এই স্মার্টফোনে 6GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে, এই স্মার্টফোনের ব্যাটারি 4630mAh রয়েছে। এই স্মার্টফোন 27 জুলাই লঞ্চ করা যাবে। দামের কথা বললে নোকিয়া XR20 এর আনুমানিক দাম প্রায় 43,100 টাকা হতে পারে।

9. OnePlus Nord 2 5G

ওয়ানপ্লাস নর্ড 2 5G স্মার্টফোনে 6.43-ইঞ্চি এস-এমোলেড ফুলএইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। স্ক্রিনের রেজোলিউশন হবে 1080 x 2400 পিক্সেল এবং রিফ্রেশের রেট হবে 90 হার্জ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক অক্সিজেন ওএস 11.3 এ চলবে বলে আশা করা হচ্ছে। ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইন্টিগ্রেট করা যাবে বলে অনুমান করা হচ্ছে।

OnePlus Nord 2 ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে যেখানে প্রাথমিক লেন্স হবে 50 মেগাপিক্সেল। অন্য লেন্সটি 8 মেগাপিক্সেল এবং তৃতীয়টি 2 মেগাপিক্সেলের হবে। সেলফি তোলার জন্য ফোনে একটি 32-মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এটি একটি 4500mAh ব্যাটারি পাবে এবং এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

ওয়ানপ্লাস নর্ড 2 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200-AI চিপসেট দেওয়া হবে। ফোনে 4500mAh ব্যাটারি থাকতে পারে যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। হ্যান্ডসেটে LPDDR4x RSM এবং UFS 3.1 স্টোরেজ দেওয়া হবে।

দামের কথা বললে হ্যান্ডসেটটি 8GB RAM এবং 128GB স্টোরেজ এবং 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টে লঞ্চ করা যেতে পারে। 8GB RAM ভ্যারিয়্যান্ট গ্রে সিয়েরা এবং ব্লু হ্যাজে রঙে প্রায় 31,999 টাকায় লঞ্চ করা যেতে পারে। এছাড়া 12GB RAM ভ্যারিয়্যান্ট 34,999 টাকায় দেওয়া যেতে পারে, যা গ্রিন উডস রঙে আসবে।

10. Apple iPhone 12 Pro Max

iPhone 12 Pro Max ফোনে আছে 6.7 ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে। এই দুই ফোনেও Apple-এর নতুন প্রসেসর A14 Bionic রয়েছে, যা ৪০ শতাংশ উন্নত সিপিইউ পারফরম্যান্স দিতে সক্ষম। পাশাপাশিই এর সাহায্যে 4K ভিডিয়ো এডিটও সম্ভব। ফোটোগ্রাফির জন্য iPhone 12 Pro Max ফোনে রয়েছে 12MP ট্রিপল রেয়ার ক্যামেরা। এই তিনটি ক্যামেরায় রয়েছে ওয়াইড, আলট্রা ওয়াইড ও টেলিফোটো লেন্স। যাদের অ্যাপারচার যথাক্রমে f/1.6, f/2.4 এবং f/2.0। এ ছাড়াও এই দুটি ফোনে LiDAR স্ক্যানার দেওয়া হয়েছে, যেটি কম আলোয় অটোফোকাস, উন্নত ডেপ্থ ফোটোগ্রাফি অফার করে। ফোনের সামনেও f/2.2 অ্যাপারচার-সহ 12MP সেলফি ক্যামেরা রয়েছে। iPhone 12 Pro Max-এর টেলিফোটো লেন্সে যথাক্রমে থাকছে 4X ও 5X অপটিক্যাল জুম। iPhone 12 Pro Max ২০ ঘণ্টা পর্যন্ত ভিডিয়ো প্লেব্যাক টাইম দেবে।

Digit.in
Logo
Digit.in
Logo