REDMI KM20 , K20 PRO ফোন দুটি আজ প্রথমবার কেনা যাবে

REDMI KM20 , K20 PRO ফোন দুটি আজ প্রথমবার কেনা যাবে
HIGHLIGHTS

দুপুর 12 টার সময়ে সেল শুরু হবে

ফ্লিপকার্ট, মি ডট কমে আর মি হোমে এই সেল হবে

দুটি ফোনের প্রসেসারের পার্থক্য আছে

Redmi K20 আর Redmi K20 Pro ফোন দুটি গত সপ্তাহে লঞ্চ হয়েছে আর আজ এই দুই ফোনের প্রথম বিক্রি হবে। আর এই ফোন দুটি দুপুর 12 টার সময়ে মি ডট কম, ফ্লিপকার্ট আর মি হোম স্টোর থেকে কেনা যাবে। ফোন দুটির বৈশিষ্ট্য এই ফোনের ফুল HD+ AMOLED ডিসপ্লে আর এই ফোনে এর সঙ্গে পপ, আপ সেলফি ক্যাএম্রা আছে আর এর সঙ্গে এটি প্রাইম ডিজানের ফোন। আর Redmi K20 Pro ফোনে স্ন্যাপড্র্যাগন 855 SoC আর Redmi K20 ফোনে স্ন্যাপড্র্যাগন 730 SoC আছে।

Redmi K20 আর Redmi K20 Pro ফোনের দাম

Redmi K20 ফোনটি 6GB র‍্যাম আর 64GB স্টোরজের দাম 21,999 টাকা আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের দাম 23,999 টাকা। আর Redmi K20 Pro ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের দাম 27,999 টাকা আর এই ফোনের 8GB র‍্যাম আর 256GB স্টোরেজের দাম 30,999 টাকা।

আর এই ফোন দুটি মি ডট কম, ফ্লিপকার্ট আর মি ডট কমে কেনা যাবে। আর এই ফোন কার্বোন ব্ল্যাক, ফ্লেম রেড আর গ্লোরিয়াহস ব্লু কালারে কেনা যাবে।

Redmi K20 প্রো ফোনের স্পেসিফিকেশান

Redmi K20 Pro ফোনটিতে 6.39 ইঞ্চির AMOLED অলওয়েজ ইন ডিসপ্লে আছে আর এই ফোনে আপনারা ব্যাকে 3D কার্ভড গ্লাস ডিজাইন পাবেন আর ফোনে এর সঙ্গে আছে গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান।

Redmi K20 Pro ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 য়ের সঙ্গে আছে আর এই ফোনে অ্যাড্রিনো 640 আছে আর এই ফোনে আপনারা 2nd জেনারেশানের গেম টার্বো ফিচার পাবেন। আর এই ফোনে 8GB LPDDR4X র‍্যাম আছে আর এটি 256GB UFS 2.1 স্টোরেজ যুক্ত। এই ডিভাইসের জন্য 8 লেয়ারের গ্রাফাইট কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে এই এই ফোনে আপনারা 20MP পপ আপ ক্যামেরা পাবেন আর ফোনের রেয়ার ক্যামেরাতে 48MP Sony IMX586 প্রাইমারি সেন্সার আছে আর এই ফোনের দ্বিতীয় ক্যামেরা 13MP র আল্ট্রা ক্যামেরা আর 8MP র টেলিফটো লেন্স আছে।

এই ফোনে আপনারা একটি 27W সাপোর্টের 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে এর সঙ্গে টাইপ c পোর্ট দেওয়া হয়েছে। আর এই ফোনটি 3.5mm হেডফোন জ্যাকের সঙ্গে এসেছে।

Redmi K20 ফোনটির স্পেক্স

Redmi K20 ফোনে আপনারা 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন আর এই ফোনে আপনারা 7th জেনারেশানের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। ফোনে 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ব্যাটারি 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

Redmi K20 ফোনে 20mp র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে এর সঙ্গে 48MP র Sony IMC586 সেন্সার দেওয়া হয়েছে আর এর সঙ্গে ফোনে একটি 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে আর এই ফোনে এর সঙ্গে 8MP র টেলিফটো লেন্স দেওয়া হয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo