যে 102 টি স্মার্টফোনে এয়ারটেল VOWI-FI চলবে সেই বিষয়ে জানুন

যে 102 টি স্মার্টফোনে এয়ারটেল VOWI-FI চলবে সেই বিষয়ে জানুন
HIGHLIGHTS

এয়ারটেল ওয়াইফাই কলিং পরিষেবা গত মাসে লঞ্চ করা হয়েছে

আর এবার ভারতে পড়া সব বড় স্মার্টফোনই এটি সাপোর্ট করছে

আর এর সঙ্গে প্রায় 1 মিলিয়ানের বেশি গ্রাহকদের কাছে পৌঁছেগেছে

এয়ারটেল ওয়াইফাই কলিং পরিষেবা সব ইন্টারনেট পরিষেবাতে কাজ করে আর বিভিন্ন ব্র্যান্ডের 102 টি হ্যান্ডসেটে চলে আর এর মানে এই যে এই পরিষেবা প্রায় 102 টি স্মার্টফোন সাপোর্ট করে। এয়ারটেল জানিয়েছে যে ভয়েস ওভার ওয়াই ফাই পরিষেবা সারা দেশের এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে। আর এর সঙ্গে যদি কোন ওয়াই ফাই বা জেনারেল ওয়াইফাই নেটওয়ার্কে পৌঁছে যায় তবে এটি ভারতের প্রায় 1 মিলিয়ান গ্রাহজদের কাছে পৌঁছে যাবে।

আমরা এয়ারটেল ওয়াইফাই কলিং পরিষেবা ভাল করার জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে তা দেখতে পাচ্ছি। আর ভারতী এয়ারটেল গোটা দেশে এয়ারটেল লাইভ পরিষেবা দেওয়া প্রথম কোম্পানি হয়েছে আর গ্রাহকদের কোন ওয়াইফাইতে এই সুবিধা দিচ্ছে।

এয়ারটেল ওয়াই ফাই কলিং শুরু হলে শুধু এয়ারটেল ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য সীমিত ছিল আর এবার কোম্পানির  VoWiFi পরিষেবা রোল আউট করেছে আর এটি ভাল উপায়। এবার এই পরিষেবা সারা দেশে বৃদ্ধি পাবে।

102 টি স্মার্টফোনের লিস্ট

এয়ারটেল বলেছে যে সমস্ত জনপ্রিয় স্মার্টফোন মডেল পরিষেবার সঙ্গে এসেছে যা স্মার্টফোন গ্রাহকদের সঙ্গে যুক্ত। আর এখানে 16 টি ব্র্যান্ডের মধ্যে 100 র বেশি স্মার্টফোন মডেলের লিস্ট দেওয়া হয়েছে যা এই সময়ে এয়ারটেল ওয়াইফাই কলিং সাপোর্ট করবে।, আর এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোন এই লিস্টে আছে কিনা।

এই লিস্টে শাওমির প্রায় 7টি স্মার্টফোন আছে এর মধ্যে থেকে Redmi K20, Redmi K20 Pro, POCO F1, Redmi 7A, Redmi 7, Redmi Note 7 Pro আর Redmi Y3 আছে। আর এর সঙ্গে স্যামসাং য়ের 14 টি স্মার্টফোন এই লিস্টে আছে এই ফোন গুলি হল Samsung Galaxy J6, A10s, On6, M30s, S10, S10+, S10e,M20, Note 10, Note 9, Note 10+, M30, A30s, A50S।

আর এবার যদি আমরা ওয়ানপ্লাসের ফোনের লিস্ট দেখি তবে প্রথমে OnePlus 7 ফোনে এসেছিল আর এর পরে এই পরিষেবা  One Plus 7T, One Plus 7Pro, One Plus 7T Pro, One Plus 6, One Plus 6Tর মতন ফোনে আসে। আর আমরা যদি অ্যাপেলের ফোন দেখি তবে আপনারা প্রায় 28 টি আইফোন পাবেন আর এখানে  iPhone 6s আর তার পরের আইফোন গুলি আছে। আর এসবের মধ্যে ভিভোর মাত্র 2টি ফোন এই তালিকায় আছে এদুটি হল Vivo V15 Pro  আর Vivo Y17।

আর এবার যদি আমরা Tecno র মতন ব্র্যান্ডের এয়ারটেল ওয়াইফাই কলিং দেখি তবে এখানে এই কোম্পানির দশটি ফোন এই তালিকায় আছে hantom 9, Spark Go Plus, Spark Go, Spark Air, Spark 4 (KC2), Spark 4-KC2J, Camon Ace 2, Camon Ace 2X, Camon12 Air, Spark Powerয়ের মতন একাধিক ফোন এই তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। আর স্পাইসের F311, Spice M5353 আর আইটেলের A46 ফোনের নামও আছে।

আর এর সঙ্গে ইনফিনিক্সের  প্রায় 9 টি ফোন এই তালিকায় আছে যার মধ্যে আছে Hot 8, S5 Lite , S5, Note 4, Smart 2, Note 5, S4, Smart 3, Hot 7। আর এর সঙ্গে আলাদা আলাদা কোম্পানির ফোন এখানে রাখা হয়েছে এগুলির মধ্যে কিছু হল ; Mobiistar C1, C1 Lite, C1 Shine, C2, E1 Selfie, X1 Notch। Coolpad Cool 3, Cool 5, Note 5, Mega 5C, Note 5 Lite. Gionee আর এর সঙ্গে এই তালিকায় জিওনির 205 Pro, F103 Proও আছে।

আর এর সঙ্গে আসুসের ফোন যদি দেখি যে Asus Zenfone Max Pro M1 (Asus X00TD), Asus ZenFone Max Pro M2 (Asus ZB630KL) য়ের নাম আছে। আর মাইক্রোম্যাক্সও এই তালিকায় আছে Infinity N12, N11, B5 সহ। আর এর ন্সগে Xolo র Xolo Zx আর প্যানাসনিক P100, Eluga Ray 700, P95, P85 NXTর মতন ফোন এই তালিকায় আছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo