Tecno Camon 18 এবং Camon 18p স্মার্টফোন লঞ্চ, রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে

Tecno Camon 18 এবং Camon 18p স্মার্টফোন লঞ্চ, রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে
HIGHLIGHTS

Tecno Camon 18 এবং Tecno Camon 18p স্মার্টফোন নাইজেরিয়াতে লঞ্চ করে গিয়েছে

দুটি স্মার্টফোনেই রয়েছে 5,000 mAh ব্যাটারি

Tecno Camon 18p স্মার্টফোন রয়েছে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে

Tecno Camon 18 এবং Tecno Camon 18p টেকনো স্মার্টফোন ব্র্যান্ডের নতুন দুটি মডেল ইতিমধ্যে লঞ্চ করেছে।  নতুন দুটি স্মার্টফোনে রয়েছে 20.5:9 রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Tecno Camon 18 এবং Tecno Camon 18p মোবাইলে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন এবং 128GB অনবোর্ড স্টোরেজ। Tecno Camon 18p স্মার্টফোন রয়েছে 120Hz রিফ্রেশ রেটের স্ক্রিন। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জের সাপোর্ট। অন্যদিকে Tecno Camon 18 মোবাইলে রয়েছে 90 Hz রিফ্রেশ রেটের স্ক্রিন এবং 18W ফাস্ট চার্জের সাপোর্ট।

Tecno Camon 18 এবং Tecno Camon 18p মডেল পাওয়া যেতে পারে সেরামিক হোয়াইট, ডাস্ক গ্রে, আইরিশ পার্পল কালার অপশনে। এখনো পর্যন্ত নাইজেরিয়াতে এই কালার ভ্যারিয়েন্ট গুলির লিস্টিং হয়েছে। এই স্মার্টফোনগুলির দাম কত হতে পারে তা জানা যায়নি।

Tecno Camon 18 স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • Tecno Camon 18 স্মার্টফোন কাজ করবে Android 11  HIOS 8 সিস্টেমে।
  • এই স্মার্টফোনে রয়েছে  6.8 ইঞ্চির ফুল এইচডি  প্লাস ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেটের স্ক্রিন, 20.5:9 অ্যাসপেক্ট রেশিও সমেত।
  • এই স্মার্টফোন চলবে মিডিয়াটেক হেলিও G88 SoC চিপসেটের সাহায্যে।
  • স্টোরেজ হিসেবে থাকবে 4GB RAM এবং 128GB অনবোর্ড স্টোরেজ।
  • এই স্মার্টফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ- 48MP প্রাইমারি সেন্সর, 2MP ডেপথ সেন্সর এবং 2MP ম্যাক্রো শুটার। এছাড়া রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ।
  • Tecno Camon 18 মোবাইলে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ সমেত। 
  • এই ফোনে রয়েছে এক্সেলেরোমিটার,অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর।
  • এছাড়া আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 
  • কানেক্টিভিটি ফিচার হিসেবে রয়েছে Bluetooth, ওয়াইফাই, ইউএসবি পোর্ট, জিপিএস প্রভৃতি। 
  • এই স্মার্টফোন আসছে 5,000 mAh ব্যাটারি এবং  18W ফাস্ট চার্জের সাপোর্ট সমেত।

Tecno Camon 18p স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • Tecno Camon 18 স্মার্টফোন কাজ করবে Android 11  HIOS 8 সিস্টেমে।
  • এই স্মার্টফোনে রয়েছে  6.8 ইঞ্চির ফুল এইচডি  প্লাস ডিসপ্লে 20.5:9 অ্যাসপেক্ট রেশিও সমেত 120Hz রিফ্রেশ রেটের স্ক্রিন।
  • এই স্মার্টফোন চলবে  অক্টা কোর মিডিয়াটেক হেলিও G96  SoC চিপসেটের সাহায্যে।
  • এতে রয়েছে 8GB RAM এবং 128GB অনবোর্ড ইন্টারনাল স্টোরেজ।
  • এই স্মার্টফোন আসছে  ট্রিপল ক্যামেরা সেটআপ- 48MP প্রাইমারি সেন্সর, 2MP ডেপথ সেন্সর এবং 13MP পোট্রেট শুটার সমেত। 
  • এছাড়া রয়েছে কোয়াড এলইডি ফ্ল্যাশ।
  • সেলফির জন্যে এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ সমেত। 
  •  কানেক্টিভিটি ফিচার হিসেবে রয়েছে Bluetooth, ওয়াইফাই, ইউএসবি পোর্ট, জিপিএস প্রভৃতি। 
  • Tecno Camon 18p ফোনে রয়েছে এক্সেলেরোমিটার,অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর।এছাড়া আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 
  • এই স্মার্টফোন আসছে 5,000 mAh ব্যাটারি সমেত এবং রয়েছে 33W ফাস্ট চার্জের সাপোর্ট।

 

 

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo