48MP সেলফি ক্যামেরার সাথে Tecno Camon 17 Pro লঞ্চ, জেনে নিন দাম এবং ফিচার

48MP সেলফি ক্যামেরার সাথে Tecno Camon 17 Pro লঞ্চ, জেনে নিন দাম এবং ফিচার
HIGHLIGHTS

Tecno Camon 17 Pro ফোনে 48MP সেলফি ক্যামেরা, মিডিয়াটেক হেলিও G95 চিপসেট এবং 6.8 ইঞ্চি ডিসপ্লে মতো ফিচার রয়েছে

Tecno Camon 17 Pro ফোনে 6.8 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে

টেকনো ক্যামন 8 জিবি র‌্যাম এবং 256 জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে

Tecno কোম্পানি গত মাসে টেকনো ক্যামন 17 বাজেট স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার সংস্থা বাজারে এই সিরিজের নতুন ফোন Tecno Camon 17 Pro নিয়ে হাজির হয়েছে। তবে ফোনটি বর্তমানে নাইজেরিয়ার বাজারে উপলব্ধ করানো হয়েছে। Tecno Camon 17 Pro ফোনে 48 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা, মিডিয়াটেক হেলিও G95 চিপসেট এবং 6.8 ইঞ্চি ডিসপ্লে মতো ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে সমস্ত কিছু…

Tecno Camon 17 Pro দাম

টেকনো ক্যামন 17 প্রো-এর দাম নাইজেরিয়ার প্রায় 125,000NGN (প্রায় 22,597 টাকা) রাখা হয়েছে। ফোনটি ড্রিম সিলভার এবং মালিবু ব্লু কালার অপশনে বিক্রি করা হবে।

Tecno Camon 17 Pro ফিচার এবং স্পেসিফিকেশন

Tecno Camon 17 Pro ফোনে 6.8 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। স্ক্রিনটির রিফ্রেশ রেট 90 হার্জ হার্ট এবং স্ক্রিনের রেজোলিউশন 1080 × 2460 পিক্সেল। স্ক্রিন-টু-বডি রেশিও 82 শতাংশ এবং পিক্সেল ডেনসিটি 398 PPI। ফোনে মিডিয়াটেক হেলিও G95 প্রসেসর এবং গ্রাফিক্সের জন্য ফোনটিতে মালি-G76 MC4 জিপিইউ রয়েছে। টেকনো ক্যামন 8 জিবি র‌্যাম এবং 256 জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে।

টেকনো ক্যামন 17 প্রো অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক HiOS কাস্টম স্কিন দেওয়া হয়েছে। ডিভাইসে পাশের দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যা পাওয়ার বোতামে একীভূত হয়। ফোনে পাওয়ার দিতে, এখানে 5000mAh ব্যাটারি রয়েছে যা 25 ওয়াটের ফাস্ট চার্জিং সপোর্ট করে। হ্যান্ডসেটের মাত্রা 168.89×76.9×8.95 মিলিমিটার।

টেকনো-র এই স্মার্টফোনে কোয়াড-ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ডিভাইসে রিয়ারে 64 মেগাপিক্সেল প্রাইমারি, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং 2 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। তোলার জন্য ফোনটিতে একটি 48 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটির কথা যদি বলি তবে ডিভাইসটি ডুয়াল-সিম সপোর্ট করে। এতে Wi-Fi 802.11 বি / জি / এন, ব্লুটুথ, জিপিএস, 3.5mm অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো ফিচার রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo