48MP সেলফি ক্যামেরা সহ Tecno Camon 17 Pro ফোনের আজ প্রথম সেল, জানুন দাম

48MP সেলফি ক্যামেরা সহ Tecno Camon 17 Pro ফোনের আজ প্রথম সেল, জানুন দাম
HIGHLIGHTS

Tecno Camon 17 এবং Camon 17 Pro দুটি স্মার্টফোন Amazon Prime Day সেলে আজ প্রথমবার বিক্রি করা হবে

Tecno Camon 17 ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 12,999 টাকা

দুটি ফোনেই রয়েছে 90Hz ডিসপ্লে, 256GB পর্যন্ত স্টোরেজ অপশন এবং 5000mAh ব্যাটারি

Tecno সংস্থা সম্প্রতি ভারতে তার দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল, যার মধ্যে Tecno Camon 17 এবং Tecno Camon 17 Pro ফোন রয়েছে। এই দুটি স্মার্টফোন Amazon Prime Day সেলে আজ প্রথমবার বিক্রি করা হবে। দুটি ফোনেই রয়েছে 90Hz ডিসপ্লে, 256GB পর্যন্ত স্টোরেজ অপশন এবং 5000mAh ব্যাটারি। তবে আসুন জেনে নেওয়া যাক Tecno Camon 17 এবং Tecno Camon 17 Pro ফোনের দাম থেকে শুরু করে ফিচার্স পর্যন্ত সমস্ত কিছু…

Tecno Camon 17 এবং Tecno Camon 17 Pro ফোনের দাম এবং অফার্স:

Tecno Camon 17 ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 12,999 টাকা। এছাড়া Tecno Camon 17 Pro এর 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 16,999 টাকা রাখা হয়েছে। Tecno Camon 17 Pro আর্কটিক ডাউন কালার এবং Camon 17 ফ্রস্ট সিলভার, স্প্রুস গ্রিন এবং ম্যাগনেট ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে। অফার্স সম্পর্কে কথা বললে এই ফোনে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হবে।

এছাড়া বেস ভ্যারিয়্যান্টে 12,150 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এক্সচেঞ্জে পুরো টাকা পেলে, এই ফোনটি 849 টাকায় কেনা যাবে। স্ট্যান্ডার্ড EMI সহ, ফোনটি প্রতি মাসে 612 টাকা দিয়ে কিনে নেওয়া যেতে পারে। একই সাথে হাই-এন্ড ভেরিয়েন্টে 13,400 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। যদি ব্যবহারকারী তার পুরানো ফোনটি এক্সচেঞ্জ করে এবং পুরো মূল্য নেয়, তবে তিনি এই ফোনটি 3,599 টাকায় পাবেন। স্ট্যান্ডার্ড EMI সহ, প্রতি মাসে 800 টাকা দিয়ে ফোনটি কেনা যায়। এখান থেকে কিনুন

Tecno Camon 17 এবং Tecno Camon 17 Pro এর ফিচার্স

টেকনো-র এই দুর্টি ফোনেই দেওয়া হয়েছে 6.8 ইঞ্চি ফুল HD+ আইপিএস ডিসপ্লে যার পিক্সেল রেজোলিউশন 1080 x 2460 রয়েছে। যার রিফ্রেশ রেট 90Hz এবং আসপেক্ট রেশিও 20.5:9। Tecno Camon 17 ফোনে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর দেওয়া হয়েছে। পাশাপাশি , Tecno Camon 17 Pro থাকছে মিডিয়াটেক হেলিও G95 প্রসেসর। দুটি ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

Tecno Camon 17 ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেল। বাকি তিনটি ক্যামেরা 2 মেগাপিক্সেলের। এছাড়া সেলফি তোলার জন্য ফোনে একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 18W চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি, Tecno Camon 17 Pro ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেল। ফোনটির সেকেন্ডারি সেন্সরটি 8 মেগাপিক্সেল। অন্য দুটি ক্যামেরা 2 মেগাপিক্সেলের। অন্য দুটি ক্যামেরা 2 মেগাপিক্সেলের। এছাড়া সেলফি তোলার জন্য ফোনে একটি 48-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনে 5000 এমএএইচ ব্যাটারি রয়েছে যা 33W চার্জিং সাপোর্ট করে।

Digit.in
Logo
Digit.in
Logo