Swipe Elite VR ভারতে লঞ্চ হল

HIGHLIGHTS

Swipe Elite VR এর দাম 4,499 টাকা

Swipe Elite VR ভারতে লঞ্চ হল

Swipe ভারতে তাদের নননন স্মার্টফোন Swipe Elite VR লঞ্চ করেছে। এই ডিভাইসটির দাম Rs 4,499 আর এটি ShopClues এ পাওয়া যাচ্ছে। এটি কালো, হোয়াইট, গোল্ড আর রেড রঙে পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Elite VR ভার্চুয়াল রিয়াল্টি হেডসেটের সঙ্গে পাওয়া যাচ্ছে। এটি 5.5 ইঞ্চির HD ডিস্প্লে যুক্ত, যার রেজিলিউশান 1280×720 পিক্সাল। এই ফোনটিতে কোয়াড-কোর MediaTek MT6737 প্রসেসারের যুক্ত। এই ফোনটিতে 1GB র‍্যাম আর 8GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত, আর এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে এক্সপেন্ড করানো যায়।

এই ফোনটির ব্যাটারি 3000mAh এর। এই স্মার্টফোনটিতে 6.0 মার্শমেলো আছে। এই স্মার্টফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা 5 MP’র। এটি একটি 4G VoLTE স্মার্টফোন। এই ফোনটিতে WiFi, ব্লুটুথ, 4.0,GPS ডুয়াল সিম আর মাইক্রো USB পোর্ট আছে।

এসে গেল ফ্লিপকার্টের ‘বিগ ফ্রিডাম সেল’

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo