Swipe Elite Pro ফোনটি এবার Rs 6,666 দামে আপনার হতে পারে

HIGHLIGHTS

এই স্মার্টফোনটি 1.4GHz কোয়াড কোর প্রসেসার, 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত, আপনি এই ফোনটির স্টোরেজ মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়।

Swipe Elite Pro ফোনটি এবার Rs 6,666 দামে আপনার হতে পারে

Swipe Technologies গত মাসে তাদের স্মার্টফোন Swipe Elite Pro, Rs 6,999 টাকায় লঞ্চ করেছিল। এই স্মার্টফোনটি এবার শপক্লুতে Rs 6,666 তে পাওয়া যাচ্ছে. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই স্মার্টফোনটিতে 5 ইঞ্চির HD IPS ডিসপ্লে আছে যা 1280 x 720 পিক্সাল রেজিলিউশান যুক্ত। এই স্মার্টফোনটিতে 1.4GHz কোয়াড কোর প্রসেসার, 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ আছে যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে।

 
এই Elite Pro ফোনটির ক্যামেরা কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে যা   LED ফ্ল্যাশ যুক্ত আর সেলফি নেওয়ার জন্য এই ফোনটিতে 8 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলোতে চলে আর এর ব্যাটারি 2500mAh এর। আর কানেকটিভিটির জন্য এই ডিভাইসে 4G VoLTE, WiFi, ব্লুটুথ 4.0, GPS আর ডুয়াল সিম সাপোর্ট করে।

কোম্পানি এর আগে এই বছর সেপটেম্বরে Swipe Elite 2 Plus (2017) লঞ্চ করেছিল। এই ডিভাইসটির দাম Rs 3,999 আর এটি বিশেষ ভাবে স্ন্যাপডিলে পাওয়া যাচ্ছে। এটি ব্ল্যাক কালার অপশানে পাওয়া যায়।

Swipe Elite 2 Plus (2017) ফোনটিতে 5 ইঞ্চির VGA (480 x 640p) ডিসপ্লে আছে আর এটি 1.5 GHz কোয়াড কোর প্রসেসার আর 1GB র‍্যাম যুক্ত। এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড মার্শমেলো 6.0 অপারেটিং সিস্টেম যুক্ত।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo