RealMe U1 আর RelaMe 2 Pro ফোন দুটির স্পেসিফিকেশানের তুলনা

HIGHLIGHTS

আজকে আমরা RealMe U1 আর RealMe 2 Pro ফোন দুটির স্পেসিফিকেশান আর ফিচারের ভিত্তিতে তুলনা করে দেখব

RealMe U1 আর RelaMe 2 Pro ফোন দুটির স্পেসিফিকেশানের তুলনা

RelameU1 বিশ্বের প্রথম ফোন যা MediaTek Helio P70 অক্টা কোর প্রসেসারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি এর সঙ্গে রিয়েলমির প্রথম U সিরিজের স্মার্টফোনও। আর এই ফোনে একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে নচের সঙ্গে দেওয়া হয়েছে। আর অন্য দিকে Realme 2 Pro ফোনটি অক্টোবর মাসে 13,990 টাকায় লঞ্চ করা হয়েছিল। আর এটি একটি ডুয়াল ক্যামেরা সেটআপের ডিভাইস। এবার আমরা এই দুটি ফোনের স্পেসিফিকেশানের তুলনা করে দেখব যে কোন ফোনটি কেমন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme U1 ফোনটি 6.3 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে 1080×2340 পিক্সালের সঙ্গে লঞ্চ করেছে। আর অন্য দিকে আপনারা RealMe 2 Pro ফোনটি দেখেন তবে এই ফোনে আপনারা 6.3 ইঞ্চির ডিসপ্লে একই রেজিলিউশানের সঙ্গে পাবেন।

এবার আমরা এই দুটি ফোনের প্রসেসারের দিকটি দেখে নেব।  RelaMe U1 ফোনটি বিশ্বের প্রথম ফোন যা MediaTek Helio P70 প্রসেসারের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর অন্য দিকে Relame 2 Pro ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসারের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

এই দুটি ফোনের ক্যামেরার দিক যদি দেখা হয় তবে দেখা যাবে যে RelameU1 ফোনটি ডুয়াল 13MP+2MP রেয়ার ক্যামেরা আর ফ্রন্টে একটি 25MP র ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর RelaMe 2 Pro ফোনটি ডুয়াল ক্যামেরা সেটআপ 16MP+2MP যুক্ত আর এর সঙ্গে এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা পাবেন।

আর RealMe U1 ফোনটি ভারতে 11,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে আর সেখানে RealMe 2 Pro ফোনটি ভারতে 13,999 টাকায় ফ্লিপকার্টে কেনা যায়।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo