স্পেক্সের তুলনা: Samsung Galaxy A8 + vs Samsung Galaxy A9

স্পেক্সের তুলনা: Samsung Galaxy A8 + vs Samsung Galaxy A9
HIGHLIGHTS

এখানে আমরা স্যামসাংয়ের দুটি ফোন Samsung Galaxy A8+ আর Samsung Galaxy A9 ফোনের স্পেক্সের ডিটেলে তুলনা করে দেখব

স্যামসাং বিশ্বের প্রথম চারটি রেয়ার ক্যামেরা যুক্ত ফোন নিয়ে ভারতে 20 নভেম্বর এসেছে। আর এই প্রথম স্যামসাং মিড রেঞ্জ সেগমেন্টে এই ধরনের ক্যামেরা সেটআপ নিয়ে এল। স্যামসাং গ্যালাক্সি A9 ফোনটি 6 ইঞ্চির সুপার AMOLED ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে এসেছে। আর এটি 6GB/128Gb আর 8GB/128GB অপশানে পাওয়া যায়। আর অন্য দিকে Samsung Galaxy A8+ ফোনটি এজ-টু-এজ ডিসপলে আর ডুয়াল ক্যামেরা সেটআপ যুক্ত আর এটি এই দামের মধ্যে এটি একটি ভাল ফোন। আসুন এবার এই দুটি ফোনের মধ্যে স্পেক্সের তুলনা করে দেখা যাক।

প্রথমে এই দুটি ফোনের ডিসপ্লের বিষয়টি দেখা যাক Samsung Galaxy A8+ ফোনটি 6ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে যুক্ত আর এর রেজিলিউশান 1080×2220 পিক্সাল। আর অন্য দিকে সাম্প্রতিকতম Samsung Galaxy A9 ফোনটি 6.3 ইঞ্চির ডিসপ্লে যুক্ত যার রেজিলিউশান 1080×2280 পিক্সাল। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে Samsung galaxy A9 এই দুটি ফোনের মধ্যে বড় ডিসপ্লে যুক্ত।

পার্ফর্মেন্সের ক্ষেত্রে Samsung Galaxy A9 ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার যুক্ত আর সেখানে Samsung Galaxy A8+ ফোনটি Exynos 7875 অজটা কোর প্রসেসার যুক্ত।

Samsung Galaxy A9 ফোনটির সব থেকে বড় বৈশিষ্ট্য এর ক্যামেরা। এই ফোনে 24MP+10MP+8MP+5MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর সেখানে এই ফোনে একটি 24MP র ফ্রন্ট ক্যামেরা আছে। আর Samsung Galaxy A8+ফোনটি 16MP+8MP র ফ্রন্ট ক্যামেরা আর 16MP র ব্যাক ইউনিট যুক্ত।

আর সব মিলিয়ে Samsung Galaxy A9 ফোনটি তার পূর্বসূরির থেকে ভাল আর এই ফোনে অনেক আপগ্রেডেশান দেওয়া হয়েছে। আর Samsung Galaxy A8+ ফোনটির Samsung Galaxy A9 য়ের থাকা প্রায় 7000 টাকা কম দামে কেন যায়। আর এই ডিভাইসটি অ্যামাজনে 29,990  টাকায় পাওয়া যায় আর সেখানে Samsung Galaxy A9 ফোনটি ভারতে 36,990 টাকায় লঞ্চ করা হয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo