Huawei Mate 20 Pro য়ের সঙ্গে Huawei P20 Pro ফোনটির স্পেক্সের তুলনা মুলক আলোচনা

Huawei Mate 20 Pro য়ের সঙ্গে Huawei P20 Pro ফোনটির স্পেক্সের তুলনা মুলক আলোচনা
HIGHLIGHTS

আজকে আমরা আপনাদের জন্য দুটি নতুন স্মার্টফোনের স্পেক্সের তুলনা নিয়ে এসেছি, আজকে আমরা Huawei Mate 20 Pro আর Huawei P20 Pro ফোন দুটির তুলনা করে দেখব, আসুন তবে এই দুটি ফোনের মধ্যে স্পেক্সের ভিত্তিতে কে কোথায় তা দেখে নেওয়া যাক

অবশেষে Huawei ভারতে তাদের Huawei Mate 20 Pro ফোনটি লঞ্চ করে দিয়েছে। আর এই স্মার্টফোনটি ট্রিপ্লে ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে আপনারা 40MP+20MP+8MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা একটি 6.39 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এছাড়া আপনারা যদি Huawei P20 Pro ফোনটি দেখেন তবে কোম্পানি এই ফোনে প্রথম ট্রিপেল ক্যামেরা নিয়ে এসেছিল। আসুন এবার আমরা এই দুটি ফোনের স্পেক্সের তুলনা করে দেখি।

আমরা এই দুটি ফোনের তুলনার প্রথমেই Huawei Mate 20 Pro ফোনটির ডিসপ্লে দেখেনি এই ফোনে আপনারা, 6.39 ইঞ্চির একটি 1440×3120 পিক্সাল রেজিলিউশান যুক্ত ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে আপনারা যদি Huawei P20 Pro ফোনটি দেখেন তবে এই ফোনে আপনারা 6.10 ইঞ্চির ডিসপ্লে 1080×2240 পিক্সাল রেজিলিউশান যুক্ত।

এবার আমরা যদি এই ফোন দুটির পার্ফর্মেন্সের দিকটি দেখি তবে Huawei Mate 20 Pro ফোনটিতে Kirin 980 অক্টা কোর প্রসেসার পাবেন, আর এর সঙ্গে আপনারা P20 Pro ফোনটিতে kirin 970 চিপসেট পাবেন।

এবার আমরা এই দুটি ফোনের ক্যামেরার দিকটি দেখি। আপনারা দুটি ফোনেই ট্রিপেল ক্যামেরা সেটআপ পাবেন। আর এই দুটি ফোনের রেয়ার ক্যামেরা একই সেটআপের আর তা আপনারা ওপরের এই চার্টেই দেখতে পাবেন। আর এর সঙ্গে আপনারা যদি ফ্রন্ট ক্যামেরার দিকটি দেখেন তবে দুটি ফোনেই ফ্রন্টে আপনারা একটি করে 24Mp র ক্যামেরা পাবেন। আর এর মানে এই যে ক্যামেরার ক্ষেত্রে দুটি ফোনেই এক সেটআপ দেওয়া হয়েছে।

Huawei Mate 20 Pro ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 9.0 Pie পাবেন আর সেখানে আপনারা Huawei P20 Pro ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 8.0 Oreo পাবেন। আর আমরা দুটি ফোনের দামের দিকটি যদি দেখি তবে mate 20 Pro ফোনটির প্রাথমিক দাম 67,999 টাকা আর এছাড়া P20 Pro ফোনটি আপনারা 69,990 টাকায় কিনতে পারবেন।

Digit.in
Logo
Digit.in
Logo