Sony Xperia XZ Pro স্মার্টফোনটি 4K OLED ডিসপ্লের সঙ্গে MWC 2018তে লঞ্চ হতে পারে

Sony Xperia XZ Pro স্মার্টফোনটি 4K OLED ডিসপ্লের সঙ্গে MWC 2018তে লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

এই ডিভাইসটিতে 6GB র‍্যাম আর 18MP+12MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে

Sony এই বছরে এর মধ্যে 3টি নতুন ডিভাইস লঞ্চ করে দিয়েছে আর এরকম মনে হচ্ছে যে কোম্পানি তাদের প্রোডাকশানের গতি থামাবেনা। কারন My Drivers এর একটি রিপোর্ট অনুসারে সোনি MWC 2018তে একটি নতুন ডিভাইস লঞ্চ করতে পারে, আর এর নাম Xperia XA Pro হওইয়ার সম্ভাবনা আছে। আরও দেখুনঃ ফ্লিপকার্টে বিক্রিত কিছু সেরা স্মার্টফোন

রিপোর্ট অনুসারে এই ডিভাইসটিতে 5.7 ইঞ্চির 4K OLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিভাইসটি স্ন্যাপড্র্যাগন 845 যুক্ত হতে পারে। এই ফোনের র‍্যাম 6GB আর 128GB স্টোরেজ থাকার সম্ভাবনা আছে।

এই ফোনটি মানে Xperia XA Pro ফোনটির ক্যামেরা কেমন হবে তা এবার দেখা যাক, এতে 18MP+12MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, আর এর ফ্রন্টে 13MP’র ক্যামেরা থাকার সম্ভাবনা আছে। আর এছাড়া এই ফোনটি 3420mAh এর ব্যাটারির সঙ্গে IP68 সার্টিফায়েড হবে, মানে এটি ওয়াটার প্রুফ হবে।

এর আগে স্যামসংও জানিয়েছে যে তারা তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন MWCতে লঞ্চ করবে। বিখ্যাত লিকস্টার ইবান ব্লাসের একটি পোস্ট অনুসারে, স্যামসং 26 ফেব্রুয়ারি Galaxy S9 আর Galaxy S9 plus লঞ্চ করতে পারে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo