Sony Xperia XZ Premium গ্রিক বেঞ্চ ওয়েবসাইটে দেখা গেছে

Sony Xperia XZ Premium গ্রিক বেঞ্চ ওয়েবসাইটে দেখা গেছে
HIGHLIGHTS

এই ডিভাইসে 4GB র্যামের সঙ্গে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্শন অ্যান্ড্রয়েড 7.1.1 আছে

ফোন তৈরিকারী কোম্পানি Sony’র স্মার্টফোন Sony Xperia XZ Premium বেঞ্চমার্কিং ওয়েবসাইট গ্রিকবেঞ্চে দেখা গেছে. এই টেস্টের সময় এই ডিভাইসের র্যাম আর অ্যান্ড্রয়েড ভার্শনের বিষয়ে জানা গেছে.

এই ডিভাইসে 4GB র্যামের সঙ্গে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্শন অ্যান্ড্রয়েড 7.1.1 আছে. Sony Xperia XZ Premium এ 19 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে যা সুপার স্লো মোশন ভিডিও সাপোর্ট করে. এই ডিভাইসে 5.5 ইঞ্চির 4K HDR Triluminous ডিসপ্লে আছে.

আরো দেখুন: Jio’র এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 168GB ডাটা

এছাড়া এই ডিসপ্লেতে গোরিলা গ্লাস 5 আছে. এই ডিভাইসে লেটেস্ট কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার আছে. এই ডিভাইসের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট. এই ডিভাইসে 3230mAh’র ব্যাটারি আছে.

আপাতত এই স্মার্টফোনটি শুধু UK তে প্রি-বুকিং করা যাচ্ছে. ভারতে এইফোনটির লঞ্চিং এর ব্যাপারে কোন খবর পাওয়া যায়নি. UK তে এই স্মার্টফোনটির দাম £649 অর্থাত প্রায় Rs.53,615. UK’ তে এই স্মার্টফোনটি 22 মে লঞ্চ হবে.

আরো দেখুন: Unihertz লঞ্চ করল বিশ্বের সবথেকে ছোট অ্যান্ড্রয়েড স্মার্টফোন

আরো দেখুন: Oppo F3 স্মার্টফোন ভারতে লঞ্চ হল, দাম Rs.19,990

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo