গত সেপ্টেম্বরে লিক হওয়া H4233, Sony Xperia XA2 Ultra নামে পরিচিত হবে

গত সেপ্টেম্বরে লিক হওয়া H4233, Sony Xperia XA2 Ultra নামে পরিচিত হবে
HIGHLIGHTS

এবার জানা গেছে যে H4233 ফোনটি Xperia XA2 Ultra নামে বিক্রি হবে যা মে মাসে লঞ্চ হওয়া XA1 Ultra’র জায়গা নেবে

গত সেপটেম্বরে বেঞ্চমার্কিং 2018’র সোনি স্মার্টফোনের লিক হওয়া স্পেসিফিকেশান জানিয়েছিল। তবে এখনও অব্দি আমরা এই ডিভাইসটিকে মডেল নম্বর H4233 বলে জানি আর সবাই এই ফোনটির নাম জানতে উৎসুক।

এখন জানা গেছে এই H4233 ফোনটি Xperia XA2 Ultra’র নামে বিক্রি হবে যা মে মাসে লঞ্চ হওয়া XA1 Ultra’র জায়গা নেবে। এই ডিভাইসের নামের বিষয়ে মালেশিয়ার প্রোডাক্ট সার্টিফিকেশান বডি SIRIM অফিসিয়ালি জানিয়েছে।

XA2 Ultra স্মার্টফোনটি ফেব্রুয়ারিতে হতে চলা MWC তে নিয়ে আসা হতে পারে। বেঞ্চমার্কিং লিস্টিং অনুসারে এই নতুন মডেলটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630তে কাজ করে আর এই ডিভাইসের র‍্যাম 4GB আর ইন্টারনাল স্টোরেজ 64GB। এই ডিভাইসটিতে 6 ইঞ্চির 1080p 16:9 টাচস্ক্রিন ডিসপ্লে থাকেব আর এই ডিভাইসের রেয়ার ক্যামেরা 21 MP’র আর এর সেলফি ক্যামেরা 16 MP’র। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.0 ওরিওতে কাজ করবে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo