Samsung Galaxy J3 Star আর J7 Star খুব তাড়াতাড়ি আসতে পারে, এই ফোনটির বিষয়ে কিছু খবর জানা গেছে

HIGHLIGHTS

এই ‘স্টার’ সিরিজটি কোম্পানির প্রি,প্রাইম, ম্যাক্স, এস আর NXT সব সিরিজের সঙ্গেই যুক্ত হবে

Samsung Galaxy J3 Star আর J7 Star খুব তাড়াতাড়ি আসতে পারে, এই ফোনটির বিষয়ে কিছু খবর জানা গেছে

সাধারনত স্যামসং স্মার্টফোন তিনটি সেগমেন্টে পাওয়া যায়- স্যামসং এর 'S' সিরিজে ফ্ল্যাগশিপ ডিভাইস পাওয়া যায়, 'A' সিরিজে মিড রেঞ্জের ফোন আর 'J' সিরিজের কোম্পানির লোয়ার-মিড রেঞ্জ সেগ্মেন্টের ফোন পাওয়া যায়। আপনি ব্লুটুথ স্পিকার কেনার কথা ভাবলে এই ব্লুটুথ স্পিকার গুলি দেখতে পারেন
 
এবার স্যামসং এর লোআর-মিড রেঞ্জের বিষয়ে একটি নতুন খবর সামনে এসেছিল। আসলে এবার US পেটেন্ট আর ট্রেডমার্ক অফিসের মাধ্যমে স্যামসং 'J' সিরিজের বিষয়ে নতুন খবর সামনে এসেছে। আর এবার স্যামসং এর এই সিরিজ বড় হতে চলেছে। এবার কোম্পানি মেনকোর্স Galaxy J3 Star আর Galaxy J7 Star কে ট্রেডমার্ক করেছে।
 
এই ‘স্টার’ সিরিজটি কোম্পানির প্রি, প্রাইম, ম্যাক্স এস আর NXT সব সিরিজেই থাকবে। আপাতত এই দুটি ফোনকে কোম্পানি এখনই লঞ্চ করছেনা। তবে অনুমান করা হচ্ছে যে এই ফোন দুটি খুব তাড়াতাড়ি বাজারে নিয়ে আসতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo