5G SAMSUNG GALAXY ULTRA লঞ্চ হয়ে গেছে, সঙ্গে আছে…

5G SAMSUNG GALAXY ULTRA লঞ্চ হয়ে গেছে, সঙ্গে আছে…
HIGHLIGHTS

Galaxy S20 Ultra ফোনটি 45W ফাস্ট চার্জ সাপোর্ট করে

এর দাম $1,399 (প্রায় 99,800টাকা)

এটি একটি 5G ফোন

Samsung তাদের এই বছরের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে যা S সিরিজে এসেছে। এই সিরিজে কোম্পানি Galaxy S20, Galaxy S20+ আর Galaxy S20 Ultra ফোন লঞ্চ করেছে। আর এই তিনটি ফোনে নতুন 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে,5G কানেক্টিভিটি 8K ভিডিও রেকর্ডিং য়ের সঙ্গে বড় ব্যাটারি আর বেশি ক্যামেরা দেওয়া হয়েছে। আর Galaxy S20 Ultra ফোনে আছে নতুন 108 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর একটি 40 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা এই ফোনটি এর সঙ্গে 45W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

Galaxy S20 Ultra ফোনে 6.9 ইঞ্চির QHD ডায়মন্ড AMOLED 2X ডিসপ্লে দেওয়া হয়েছে যা 511ppi পিক্সাল কাউন্টের সঙ্গে আসবে। আর Galaxy S20 Ultra ফোনে 12GB বা 16GB র‍্যাম পাওয়া যাবে আর এই ফোনের 5G ভেরিয়েন্টে 128GB,256GB আর 512GB স্টোরেজ আছে। আর এই ফোনে 5000mAh য়ের ব্যাটারি দেওয়া হবে আর ফোনে আছে 45W ফাস্ট চার্জিং।

Galaxy S20 Ultra ফোনটিতে ক্যামেরা সেন্সারে দুটি মডেলে আপগ্রেড করা হয়েছে। ওয়াইড অ্যাঙ্গেল আর ডেপথ ক্যামেরা ছাড়া, 108 মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপার্চার f/1.8 আর এই ফোনে OIS PDAF আছে। ফোনে আছে একটি 48MP র টেলিফটোলেন্স যা f/3.5 অ্যাপার্চারের। আর এটি PDAF, OIS অফার করে। আর এই ফোনে নতুন পেরিস্কোপ স্টাইল টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। যা 10X হাইব্রিড অপ্টিকাল জুম আর 100X পর্যন্ত সুপার রেজুলিউশান জুম অফার করে। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে 40 মেগাপিক্সালের সেন্সার দেওয়া হয়েছে যা f/2.2 অ্যাপার্চার যুক্ত।

Galaxy S20 Ultra ফোনটিকে $1,399 (প্রায় 99,800টাকায়) লঞ্চ করা হয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo