SAMSUNG GALAXY S20 আল্ট্রা 5G ফোনে 16GB র‍্যাম থাকতে পারে

SAMSUNG GALAXY S20 আল্ট্রা 5G ফোনে 16GB র‍্যাম থাকতে পারে
HIGHLIGHTS

Galaxy S20 Ultra 5G কোয়াড ক্যামেরা ফোন হবে

Galaxy S20 সিরিজে পাঁচটি ফোন আসবে

Galaxy S20 সিরিজ লঞ্চ হতে কিছু দিন বাকি আছে আর লঞ্চের আগে এই ডিভাইসের বিষয়ে বেশ কিছু লিক সামনে এসেছে। আর লিকস্টার অনুসারে Galaxy S20 Ultra 5G ফোনটি পরবর্তী গ্যালাক্সি S20 সিরিজের টপ মডেল হবে আর এই সিরিজে মোট পাঁচটি ক্যামেরা থাকবে। আর 11 ফেব্রুয়ারি স্যামসাংয়ের এই সিরিজের ফোন বিষয়ে জানা যেতে পারে।

XDA Developers য়ের Max Weinbach য়ের লিক থেকে জানা যায় যে  Galaxy S20+ 5G ফোনের লাইভ ছবি দেখা গেছে। টুইটে এই ডিভাইসের স্পেক্স বিষয়ে জানা গেছে।

লিক অনুসারে গ্যালাক্সকি S20 আল্ট্রা 5G ফোনে 108MP র প্রাইমারি ক্যামেরা থাকবে যা 48MP র ক্যামেরা, 12MP র আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার সঙ্গে আসবে। আর এই ডিভাইসে মোট চারটি ক্যামেরা থাকবে যা তিনটি ডিটেলেসের সঙ্গে জানা গেছে।

Galaxy S20 Ultra 5G ফোনে দুটি র‍্যাম ভেরিয়েন্ট 12GB আর 16GB আসতে পারে। আর এর এখনও এই বছরে 16GB র‍্যামের ফোন দেখা জায়নি। আর এবার এই ফোনে 128GB আর 256GB স্টোরেজ আর 512GB স্টোরেজ থাকতে পারে। আর এর সঙ্গে Galaxy S20 Ultra 5G ফোনটি মাইক্রো এসডি কার্ড স্লটের মাধ্যমে 1TB পর্যন্ত এক্সপেন্ড করা যেতে পারে।

এই ফোনে 5000mAh য়ের ব্যাটারি থাকতে পারে যা 45W ফাস্ট চার্জ সাপোর্ট থাকতে পারে। আর ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে ডিভাইসটি 74 মিনিটে ফুল চার্জ করতে হতে পারে।

স্যামসাং সব সময়ে তাদের ফ্ল্যাগশিপ ফোনে সিঙ্গেল আর ডুয়াল সিম ভেরিয়েন্টে আসতে পারে। আর একটি অন্য টুইটে বলা হয়েছে যে S20 eSIm সাপোর্টের সঙ্গে আসতে পারে। আর এই ফোনে আপনারা ফিজিকাল ডুয়াল সিম স্লট দেখা যাবে আর এই ফোনে সিম স্লট ই সিম আর অন্য স্লট ফিজিকাল সিমের হতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo