Samsung Galaxy Note 8 X 99 AVANT এর লিমিটেড এডিশান কোরিয়াতে পাওয়া যাচ্ছে

HIGHLIGHTS

এটি একটি স্ট্যান্ডার্ড Galaxy Note 8 ফোনটি মিডনাইট ব্ল্যাক কালারে পাওয়া যাবে আর এতে 256GB স্টোরেজ আছে

Samsung Galaxy Note 8 X 99 AVANT এর লিমিটেড এডিশান কোরিয়াতে পাওয়া যাচ্ছে

Samsung Galaxy Note 8 X 99 AVANT লিমিটেড এডিশান কোরিয়াতে কিনতে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসটিতে Han Seung-Woo এর স্পেশাল আর্টওয়ার্ক ফিচার আছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনি একটি টাইগার থিমের কেস(যার মধ্যে আর্টিস্টদের সই আছে) পাবেন, আর এর জন্য আপনাকে আপনার ফোন সুরক্ষিত রাখার জন্য বা আর্টওয়ার্ক কভার করার দরকার হবেনা। ইউজার্স এই ফোনের সঙ্গে একটি আলাদা প্রিন্টও পাচ্ছে যার সাইজ 69 x 45cm। 99টি ইউনিটের সবাইকে একটি আলাদা 8 ডিজিটের ন্মবর দেওয়া হয়েছে, যা এটির সত্যতা প্রমান করে।

এছাড়া এটি একটি স্ট্যান্ডার্ড Galaxy Note 8 ফোন যা মিডনাইট ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে আর এতে 256GB’র স্টোরেজ পাওয়া যাচ্ছে। Samsung Galaxy Note 8 ফোনটিতে 6.2 ইঞ্চির ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2960 x 1440 পিক্সাল রেজিলিউশান যুক্ত। এই ডিভিয়াসের দাম KRW 1,991,000 ($1,830/€1550) আর এখন এর ইউনিট কোরিয়াতে কিনতে পাওয়া যাচ্ছে।
সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo