64MP ক্যামেরা এবং কোয়ালকম 778G প্রসেসর সহ Samsung Galaxy M52 5G স্মার্টফোন হল লঞ্চ, জানুন দাম এবং স্পেসিফিকেশন

64MP ক্যামেরা এবং কোয়ালকম 778G প্রসেসর সহ Samsung Galaxy M52 5G স্মার্টফোন হল লঞ্চ, জানুন দাম এবং স্পেসিফিকেশন
HIGHLIGHTS

Samsung Galaxy M52 5G মোবাইলে রয়েছে সুপার অ্যামোলয়েড প্লাস ডিসপ্লে

এই স্মার্টফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 64MP প্রাইমারি সেন্সর

পাওয়া যাবে দুটি স্টোরেজ এবং কালার ভ্যারিয়েন্টে

ইন্ডিয়ান টেক মার্কেটে লঞ্চ করেছে Samsung Galaxy M52 5G স্মার্টফোন। বেশ কিছুদিন ধরেই এই মোবাইলের টিজার আশেপাশে ঘোরাফেরা করছিল, অবশেষে 28 সেপ্টেম্বর টেক মার্কেটে হাজির হল এই 5G ফোন। প্রসঙ্গত কিছুদিন আগেই লঞ্চ হয়েছে iQOO ব্র্যান্ডের Z5 মডেল এবং Realme GT Master Edition। নতুন Samsung Galaxy M52 5G স্মার্টফোন হয়ে উঠতে পারে এই দুটি মডেলের দারুণ প্রতিযোগী।

Samsung Galaxy M52 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন-

  • Samsung Galaxy M52 5G মোবাইলে রয়েছে সুপার অ্যামোলয়েড প্লাস ডিসপ্লে। স্ক্রিনের রিফ্রেশ রেট 120HZ এবং অ্যাসপেক্ট রেশিও 20:9।
  • এই ডিভাইসের স্ক্রিনের পিক্সেল রেজোলিউশন রয়েছে 1080X2400।
  • এই মোবাইলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর।
  • স্টোরেজ হিসেবে রয়েছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ।
  • এসডি কার্ড ব্যাবহারের মাধ্যমে মোবাইলের স্টোরেজ বাড়ানো যাবে 1TB পর্যন্ত। 
  • এই  মোবাইলে পাওয়া যাবে ডডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেমের সুবিধা। 
  • এই স্মার্টফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে  64MP সেন্সর। এছাড়া রয়েছে 12MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো শুটার।
  • ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 32MP ক্যামেরা।

Samsung Galaxy M52 5G স্মার্টফোনে মিলবে পাঁচরকমের সেন্সরের সুবিধা-

  • অ্যাক্সিলারোমিটার সেন্সর, অ্যাম্বিয়্যান্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি সেন্সর। 
  • এই মোবাইলে ব্যাটারি ফিচার হিসেবে রয়েছে 5000mAh ব্যাটারি সেইসঙ্গে মিলবে 65W ফাস্ট চার্জের সুবিধা। 
  • এই ডিভাইস চলবে Android 11 নির্ভর UI 3.1 অপারেটিং সিস্টেমে।
  • কানেক্টিভিটি ফিচার হিসেবে রয়েছে ওয়াইফাই, Bluetooth, GPS/A-GPS, NFC এবং ইউএসবি টাইপ- সি পোর্ট।
  • স্যামসাং জানিয়েছে নতুন এই গ্যালাক্সি মোবাইলে দেবে টানা 20 ঘণ্টার প্লে-ব্যাক টাইম।

Samsung Galaxy M52 5G মোবাইলের দাম-

Samsung Galaxy M52 5G মোবাইলে রয়েছে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এই মডেলের বেস ভ্যারিয়েন্ট 6GB+128GB স্টোরেজ ফিচারসমেত কেনা যাবে 29,999 টাকা দিয়ে। 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে 31,999 টাকা। পাওয়া যাবে Blazing Black এবং Icy Blue কালার অপশনে।

বিভিন্ন অফলাইন স্টোর এবং অ্যামাজন ফেস্টিভ সেলে বেশ সস্তায় কেনা যাবে এই স্মার্টফোন।

 

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo