এডভান্স AI ফিচার এবং নতুন ক্যামেরা ডিজাইন সহ আসছে নতুন Samsung 5G স্মার্টফোন

HIGHLIGHTS

Samsung তার আপকামিং স্মার্টফোন Galaxy M36 5G ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে

আপকামিং স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনটি গত বছর লঞ্চ হওয়া Galaxy M35 5G ফোনের আপগ্রেড মডেল হবে

সম্প্রতি Amazon সাইটে আসা একটি টিজার থেকে এটি নিশ্চিত যে ফোনটি খুব শীঘ্রই বাজারে চালু হবে

এডভান্স AI ফিচার এবং নতুন ক্যামেরা ডিজাইন সহ আসছে নতুন Samsung 5G স্মার্টফোন

Samsung তার আপকামিং স্মার্টফোন Galaxy M36 5G ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আপকামিং স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনটি গত বছর লঞ্চ হওয়া Galaxy M35 5G ফোনের আপগ্রেড মডেল হবে। তবে কোম্পানি তরফে এখনও নতুন স্যামসাং ফোনের লঞ্চ তারিখ প্রকাশ করা হয়নি। সম্প্রতি Amazon সাইটে আসা একটি টিজার থেকে এটি নিশ্চিত যে ফোনটি খুব শীঘ্রই বাজারে চালু হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

অ্যামাজন টিজার থেকে আপকামিং স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনের রিয়ার ক্যামেরা বিষয় জানা গেছে। এখানে আপকামিং ফোনটি ট্রিপর রিয়ার ক্যামেরা সেটআপ সহ দেখানো হয়েছে। এছাড়া স্যামসাংয়ের অফিসিয়াল ভারতীয় সাইটেও আসন্ন গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনটি লিস্ট করা। এছাড়া আপকামিং ডিভাইসটি গিকবেঞ্চেও স্পট করা হয়েছে। এখান থেকে নতুন গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনের কিছু স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ Moto 5G স্মার্টফোনের দাম কমল, 10 হাজারের কমে কিনুন

Samsung Galaxy M36 5G India launch soon

Samsung Galaxy M36 5G ফোনের স্পেসিফিকেশন কেমন হবে

টিজার অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনে থাকবে এডভান্স AI ফিচার। কোম্পানি এখন পর্যন্ত সঠিক লঞ্চ তারিখ প্রকাশ করেনি, কিন্তু সোর্স অনুযায়ী আপকামিং ফোনটি জুন মাসের শেষে বা জুলাই মাসের শুরুতে ভারতে আসতে পারে।

অন্যদিকে গিকবেঞ্চ লিস্টিং অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনটি Exynos 1380 চিপসেট সহ আসবে বলে এটি নিশ্চিত। এই একই প্রসেসর গ্যালাক্সি এম৩৫ ফোনেও দেওয়া হয়েছিল। একই চিপসেটের পাশাপাশি, আপকামিং ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে এটি 1004 পয়েন্ট করেছে এবং 2886 পয়েন্ট করেছে মাল্টি কোর টেস্টে। নতুন স্যামসাং ফোনটি 6GB RAM এবং Android 15 সহ লিস্ট করা। তবে স্যামসাং কোম্পানি এখন পর্যন্ত তার আপকামিং ফোনের কোনো ডিটেল প্রকাশ করেনি।

আরও পড়ুন: Cooler Tips: মাত্র 5 টাকার এই ছোট্ট জিনিসটি মিলিয়ে দিন জলে, AC কেও ফেল করে দেবে কুলার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo