15 হাজার টাকার কম দামে 6000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ Samsung Galaxy 5G ফোনে দেদার ছাড়
নতুন স্মার্টফোন Samsung Galaxy M36 5G লঞ্চের আগে Samsung Galaxy M35 5G ফোন সস্তা হয় গেল
স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনের সমস্ত ভ্যারিয়্যান্টে 3500 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে
স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনটি মাত্র 13,499 টাকার শুরুর দামে কেনা যাবে
স্যামসাং গতকাল ঘোষণা করেছে যে ভারতে তার নতুন স্মার্টফোন Samsung Galaxy M36 5G নিয়ে আসছে। তবে নতুন স্মার্টফোন আসার আগে Samsung Galaxy M35 5G ফোন 3500 টাকার সস্তায় বিক্রি হচ্ছে। এই মোবাইলের সমস্ত ভ্যারিয়্যান্টে ডিসকাউন্ট পাওয়া যাবে। এতে 8GB RAM সহ 5G ফোন 15 হাজারে কম টাকায় কেনা যাবে।
ভারতে Samsung Galaxy M35 5G ফোনের নতুন দাম কত
অফারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনের সমস্ত ভ্যারিয়্যান্টে 3500 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই ছাড় শপিং সাইট Amazon এ দেওয়া হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনটি মাত্র 13,499 টাকার শুরুর দামে কেনা যাবে।
আরও পড়ুন: 10 হাজার টাকার কম দামে 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন iQOO 5G স্মার্টফোন, 25 জুন প্রথম সেল
অফারের আওতায়, স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনের 8GB RAM সহ ৫জি মডেলে দাম কমে 14,999 টাকা হয় গেছে। এতে 128GB স্টোরেজ রয়েছে। পাশাপাশি, এই ফোনের 8GB RAM+256GB স্টোরেজ মডেলটি 17,999 টাকায় কেনা যাবে। এই সস্তা স্যামসাং স্মার্টফোন ই-কমার্স অ্যামাজনে ছাড়ের সাথে বিক্রি হচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনটি 1080×2340 পিক্সেল রেজোলিউশন সহ 6.6-ইঞ্চির ফুলএইচডি প্লাস স্ক্রিনে লঞ্চ হয়েছে। এটি সুপার AMOLED প্যানেলে তৈরি করা যা 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট ব্রাইটনেস অফার করে।
পারফরম্যান্সের জন্য স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনটি এক্সিনোস 1380 অক্টাকোর প্রসেসরে কাজ করে। এই ফোনটি Android 14 অপারেটিং সিস্টামে লঞ্চ করা হয়েছিল।
ফটোগ্রাফির ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল OIS সেন্সর দেওয়া যা 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সহ পেয়ার করা। ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে অফার করা হয়েছে 6000mAh ব্যাটারি। এই বড় ব্যাটারিকে চার্জ করতে এতে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile