Samsung Galaxy M21 2021 Edition বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ, দাম 15 হাজার টাকার কম

Samsung Galaxy M21 2021 Edition বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ, দাম 15 হাজার টাকার কম
HIGHLIGHTS

Samsung Galaxy M21 2021 Edition ফোনের 4GB RAM+64GB স্টোরেজের দাম 12,499 টাকা

Galaxy M21 2021 ফোনের বিক্রি 26 জুলাই দুপুর 12 টায় Amazon India থেকে শুরু হবে

Samsung Galaxy M21 2021 ফোনের প্রতিযোগিতা Redmi Note 10 এবং Realme Narzo 30 মতো ফোনের সঙ্গে হবে

Samsung Galaxy M21 2021 Edition Launched In India: স্যামসাং গ্যালাক্সি M21 2021 এডিশন ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে। বুধবার সংস্থার এই বাজেট স্মার্টফোনের ঘোষনা করা হয়। সংস্থার এই ফোন Galaxy M-Series এর আওতায় বাজারে আনা হয়েছে। বলে দি যে এই ফোন গত বছর লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এম 21 এর একটি আপগ্রেড ভার্সন। Samsung Galaxy M21 2021 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এছাড়া ফোনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে। Samsung Galaxy M21 2021 ফোনের প্রতিযোগিতা Redmi Note 10 এবং Realme Narzo 30 মতো ফোনের সঙ্গে হবে।

Samsung Galaxy M21 2021 Edition এর দাম

Samsung Galaxy M21 2021 Edition এর 4GB RAM এর সাথে 64GB স্টোরেজের দাম 12,499 টাকা। পাশাপাশি ফোনে 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 14,499 টাকা রাখা হয়েছে। ফোনটি আর্কটিক ব্লু এবং চারকোল ব্ল্যাক কালারে কেনা যাবে। ফোনের বিক্রি 26 জুলাই দুপুর 12 টায় Amazon India থেকে শুরু হবে।

Samsung Galaxy M21 2021 Edition এর স্পেসিফিকেশন

Samsung Galaxy M21 2021 Edition ফোনে 6.4-ইঞ্চি ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1080×2340 পিক্সেল দেওয়া। ফোনে অক্টা-কোর Exynos 9611 প্রসেসর, গ্রাফিক্সের জন্য Mali-G72 MP3 GPU, 6 জিবি LPDDR4x RAM এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন। এতে অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক One UI Core  দেওয়া হয়েছে।

Samsung Galaxy M21 2021 Edition ক্যামেরা

Galaxy M21 2021 Edition ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যার প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেল। দ্বিতীয় লেন্সটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং তৃতীয় লেন্সটি 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। প্রাইমারি লেন্স স্যামসাং এর ISOCELL GM2। সেলফির জন্য এতে 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy M21 2021 Edition 

কানেক্টিভিটির জন্য, এতে 4G VoLTE, Wi-Fi, ব্লুটুথ, GPS / A-GPS, USB টাইপ-সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo