Samsung Galaxy M14 5G Discount: ধামাকা ডিল 5G ফোনে! 15 হাজার টাকার কমে 50MP ক্যামেরার ফোন কেনার সুযোগ

Samsung Galaxy M14 5G Discount: ধামাকা ডিল 5G ফোনে! 15 হাজার টাকার কমে 50MP ক্যামেরার ফোন কেনার সুযোগ
HIGHLIGHTS

Samsung Galaxy M14 5G ফোনটি Flipkart থেকে দুর্দান্ত ডিল এবং অফারে কিনতে পারবেন

Galaxy M14 ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের আসল দাম 17,990 টাকা

Flipkart সাইটে এই ফোনের উপর ব্যাঙ্ক অফার দিচ্ছে

Samsung Galaxy M14 5G Deal: Samsung কোম্পানি তার গ্রাহকদের জন্য় বাজারে বাজেট স্মার্টফোন নিয়ে আসতে থাকে। শুধু তাই নয়, এই ফোনগুলি বাজেট প্রাইসে দুর্দান্ত ফিচার অফার করে। এমন একটি ফোন হচ্ছে Galaxy M14 ফোন। আপনিও যদি এই ফোনটি আরও কম দামে কিনতে চান তবে, কিছু অফার এবং ট্রিকের সাথে এই ফোনটি আসল দাম থেকে আরও সস্তায় আপনার হতে পারে। আসুন দেখে নেওয়া যাক কী কী অফার পাওয়া যাবে এই ফোনে…

Samsung Galaxy M14 5G ফ্লিপকার্ট অফার

Samsung Galaxy M14 5G ফোনটি আপনি যদি ই-কমার্স সাইট Flipkart থেকে অর্ডার করেন, তবে এতে দুর্দান্ত ডিল এবং অফার পেতে পারেন। Galaxy M14 ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের আসল দাম 17,990 টাকা। তবে ফ্লিপকার্ট অফারে এই ফোনটি 15,639 টাকায় বিক্রি করা হচ্ছে। এর মনে এই ফোনে 13 শতাংশ ছাড়ে লিস্ট করা হয়েছে।

আরও পড়ুন: Best Camera Phones Under 15,000: বাজেটের মধ্যে ক্যামেরা ফোন চান? তালিকায় রাখুন এই 8 ডিভাইস

Flipkart সাইটে এই ফোনের উপর ব্যাঙ্ক অফার দিচ্ছে। আপনি যদি HDFC ব্যাঙ্ক ডেবিট বা ক্রেডিট কার্ড EMI পেমেন্ট করেন, তবে গ্রাহকরা 1250 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পেতে পারেন। এছাড়া, Flipkart Axis Bank Card পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এখান থেকে কিনুন

Samsung Galaxy M14 5G ফোনে কী রয়েছে ফিচার

  • Samsung Galaxy M14 5G ফোনে 6.6 ইঞ্চি ডিসপ্লে দেওয়া।
  • ফোনটি 4GB RAM এবং 128GB স্টোরজে সহ কেনা যাবে।
  • ফটোগ্রাফির জন্য় এই ফোনে 50MP রিয়ার ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি ব্যাকআপ নিয়ে বেশি ভাবতে হবে না। এতে 6000mAh ব্যাটারি অফার করা হয়েছে।

আরও পড়ুন: Offer on Samsung Galaxy M33: বাম্পার অফার স্যামসাংয়ের এই 5G ফোনে! 29% ছাড়ের পর কত টাকায় কেনা যাচ্ছে এখন?

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo