Samsung Galaxy J2 Pro (2017) ফোনটি খুব তাড়াতাড়ি রিমুভেবেল ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে

HIGHLIGHTS

Samsung Galaxy J2 Pro (2017) ফোনটি US FCC আর ব্লুটুথ SIG পাচ্ছে

Samsung Galaxy J2 Pro (2017) ফোনটি খুব তাড়াতাড়ি রিমুভেবেল ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে

স্যামসং তাদের Galaxy J সিরিজের নতুন ডিভাইস আনতে চলেছে। SM-J250F যা Galaxy J2 Pro এর 2017’র ভেরিয়েন্ট বলছে। এই স্মার্টফোনটিকে US FCC আর ব্লুটুথ SIG পাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এখনো অব্দি এই ডিভাইসটির স্পেশিফিকেশানের বিষয়ে কিছু জানা যায়নি। এই ডিভাইসে রিমুভেবেলে ব্যাটারি থাকবে।

মনে রাখা ভাল যে Samsung Galaxy J2 Pro স্মার্টফোনটিতে 5-ইঞ্চির HD সুপার AMOLED ডিসপ্লে আছে। এই স্মার্টফোনটিতে 1.5GHz কোয়াড কোর প্রসেসার আর 2GB র‍্যাম আছে। এই ফোনটির স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি এক্সপেন্ড করতে পারবেন।

এই ডিভাইসটিতে 2600mAh এর ব্যাটারি আছে। এই ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড মার্শমেলো। এই ফোনের অপটিক্সের ক্ষেত্রে ফোনের রেয়ার ক্যামেরা 8 মেগাপিক্সালের আর এর ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সালের। এটি 4G সাপোর্ট করে। এটি একটি ডুয়াল সিম স্মার্টফোন। এতে ব্লুটুথ, USB 2.0, GPS, Wi-Fi, এর মতন ফিচার্স আছে। এই ফোনে টারবো স্পিড টেকনলজি আর স্মার্ট গ্লোর মতন ফিচার্স আছে।

সোর্সঃ ইমেজ সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo