6000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আজ লঞ্চ হচ্ছে Samsung এর সুপার স্লিম বাজেট স্মার্টফোন, জানুন কত হবে দাম
আপনি যদি একটি সস্তা 5G Smartphone খুঁজছেন তবে Samsung নিয়ে আসছে বাজেট গ্রাহকদের জন্য নতুন স্মার্টফোন। কোম্পানি তার নতুন বাজেট সেগামেন্ট স্মার্টফোন Samsung Galaxy F36 5G ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ভারতে আজ 19 জুলাই লঞ্চ হবে। কিন্তু এখন লঞ্চের আগে ফোনের দাম এবং ফিচার সম্পর্কে ডিটেল প্রকাশ হয়েছে। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনের দাম এবং ফিচার সম্পর্কে।
Surveyভারতে Samsung Galaxy F36 5G ফোনের দাম কত হবে
দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনটি ভারতে 20,000 টাকার কম দামে আসবে বলে আশা করা হচ্ছে। এটি একটি বাজেট ৫জি স্মার্টফোন হবে। ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে 4GB RAM+128GB এবং 6GB+128GB আসতে পারে।
আরও পড়ুন: Samsung লঞ্চ করতে চলেছে তার প্রথম Tri Fold স্মার্টফোন, লিক হল স্পেক্স এবং লঞ্চ টাইমলাইন

আপকামিং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart তেকে বিক্রি করা হবে।
স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনে 6.6 ইঞ্চির FHD+ PLS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz পাওয়া যাবে। স্যামসাংয়ের ইন-হাউস Exynos 1330 চিপসেটে কাজ করবে নতুন গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোন।
ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি এফ৩৬ ৫জি এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে ফ্রন্টে 13 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে 6000mAh এর বড় ব্যাটারি দেওয়া যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনে Android 14 ভিত্তিক OneUI 6.1 দেওয়া।
আরও পড়ুন: 200MP পেরিস্কোপ ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ আসতে পারে Vivo X300 Pro 5G, লিক হল স্পেক্স
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile