এই অসাধারন স্পেশাল স্মার্টফোনটি CES 2018 তে লঞ্চ হবে, আর এই ফোনের ফিচার এরকম হতে পারে

HIGHLIGHTS

নতুন একটি গুজব অনুসারে স্যামসং এর Galaxy A8 (2018) আর A8+ (2018) পরের মাসে অনুষ্ঠিত হতে চলা CES তে লঞ্চ হতে পারে, আর এর সঙ্গে LGও এই সময় নিজেদের K10 (2018) সিরিজ লঞ্চ করতে পারে

এই অসাধারন স্পেশাল স্মার্টফোনটি CES 2018 তে লঞ্চ হবে, আর এই ফোনের ফিচার এরকম হতে পারে

2018 সালে লঞ্চ হতে চলা A8 duo স্মার্টফোনটি 18:9 ইনফিনিটি ডিসপ্লে আর খুব কম বেজেলের সঙ্গে লঞ্চ হবে। A8+ ডিভাইসটিতে 6 ইঞ্চির ডিসপ্লে থাকবে আর সেখানে A8 ফোনটির ডিসপ্লে হবে 5.5 ইঞ্চির। এই ডিভাইস গুল কোরিয়াতে অন্তত Bixby হোম আর Bixby রিমাইন্ডের সঙ্গে লঞ্চ করা হবে, কিন্তু এই ডিভাইসটিতে Bixby ভয়েস (Bixby বটন) ইন্সটলড হবে না। এই ডিভাইসে 4GB র‍্যাম আর 64GB’র স্টোরেজ আছে আর এই ডিভাইসের রেয়ার ক্যামেরা 16 MP আর 16 MP + 8 MP’র ডুয়াল সেলফি শুটার থাকবে আর এই ফোনটিতে 3,500 mAh এর ব্যাটারি যুক্ত হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 দুটি হ্যান্ডসেটে স্যামসং পে সাপোর্ট করবে আর এই ডিভাইস দুটিতে একটি রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি USB টাইপ C পোর্ট আর 3.5mm এর হেডফোন জ্যাক থাকবে। এছাড়া এই ডিভাইসে স্প্লিট-স্ক্রিন মাল্টিটাস্কিং আর পপ-আপ ভিউ ফিচার্সও থাকবে। এই ডিভাইস দুটি কোরিয়াতে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে পাওয়া যাবে।

LG ও এই সময় তাদের K10 (2018) নিয়ে আসতে পারে আর এই K10 ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। এই ডিভাইসে 5.3 ইঞ্চির 1080p ডিসপ্লে, 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ থাকবে। এই ডিভাইসে 13 MP’র রেয়ার ক্যামেরা আর 5 MP’র সেলফি ক্যামেরা থাকবে। আর এই ফোনটির ব্যাটারি 3,000 mAh এর হবে। নতুন K10 ফোনটিতে একটি FM রেডিও থাকবে আর এই ডিভাইসটি আগামী মাসের শেষের দিকে কোরিয়াতে চলে আসবে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo