সদ্য লঞ্চ হওয়া SAMSUNG GALAXY A71 য়ে আর কি আছে!

সদ্য লঞ্চ হওয়া SAMSUNG GALAXY A71 য়ে আর কি আছে!
HIGHLIGHTS

ফোনে আছে কোয়াড ক্যামেরা

ফোনটি 24 ফেব্রুয়ারি বিক্রি করা হবে

ফোনের দাম 29,999 টাকা

আজকে ভারতে স্যামসাং তাদের Samsung Galaxy A71 ফোনটি লঞ্চ করেছে। আর এই ফোনটি কোম্পানির A70 ফোনের জায়গা নেবে। এই ফোনে নতুন ইনফিনিটি O ডিসপ্লে আছে আর এই ফোনের ব্যাকে কোয়াড ক্যামেরা আছে। Galaxy A71 ফোনে অ্যান্ড্রয়েড 10 আর ওয়ান UI আছে। আর এই ফোনটি ভিয়েতনামে দুটি ভেরিয়েন্টে এসেছিল আর এবার এই ফোনটি ভারতে একটি মাত্র ভেরিয়েন্টে এসেছে। আর এই ফোনটি এবার Vivo V17 Pro, Oppo Reno, Redmi K20 Pro,র মতন একাধিক ফোনকে প্রতিযোগিতায় ফেলবে।

Samsung Galaxy A71 য়ের দাম

Samsung Galaxy A71 ফোনটি 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এর দাম 29,999 টাকা রাখা হয়েছে। আর এই ফোনটি প্রিজম ব্ল্যাক, প্রিজম ক্রাশ সিলভার, আর প্রিজম ক্যাশ ব্লু কালারে আসবে আর এই ফোনটি 24 ফেব্রুয়ারি আসবে।

Samsung Galaxy A71 ফোনের স্পেক্স

এই ফোনে আছে একটি 6.7 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে ফোনের অ্যাস্পেক্ট রেশিও 20:9। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730 অক্টা কোর SoC আছে। আর এই ফোনটি 8GB র‍্যামের। ফোনে আছে 128GB র ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনে আপন্রাআ 512GB পর্যন্ত স্টোরেজ এক্সটেন্ড করতে পারবেন।

ফোনের ক্যামেরাতে আছে একটি 64MP র ক্যামেরা আর এর সেন্সার f/1.8 অ্যাপার্চারের। আর এই ফোনের দ্বিতীয় ক্যামেরা 12Mp র যা f/2.2 অ্যাপার্চারের। ফোনে আছে দুটি 5Mp র ক্যামেরা যা f/2.2 আর f/2.4 অ্যাপার্চার যুক্ত। আর এই ফোনের ফ্রন্টে আছে 32MP র সেলফি ক্যামেরা যা f/2.2 অ্যাপার্চারের।

কানেক্টিভিটির জন্য এই ফোনে আছে  4G VoLTE, Wi-Fi, ও অন্যান্য জিনিস। আর এই ফোনে আছে একটি 4500mAh য়ের ব্যাটারি যা 25W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo