SAMSUNG গ্যালাক্সি A30S ফোনটির স্পেক্স গিকবেঞ্চে দেখা গেছে

SAMSUNG গ্যালাক্সি A30S ফোনটির স্পেক্স গিকবেঞ্চে দেখা গেছে
HIGHLIGHTS

এই ফোনটি SM-A307FN মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে

গ্যালাক্সি A30s ফোনটি কোম্পানির পরবর্তী ফোন হিসাবে আসবে

স্যামসাং এই বছর তাদের গ্যালাক্সি A30 ফোনটি লঞ্চ করেছে আর এবার কোম্পানি তাদের Galaxy A30s ফোনটি আনতে চলেছে। আর এই ফোনে SM-A307NF মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। আর এই ফোনটি Galaxy A30 র তুলনায় একটু ছোট হবে বলে মনে করা হচ্ছে।

গিকবেঞ্চের লিস্টিং অনুসারে স্যামসাং য়ের এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর হবে যা অক্টা কোর SoC যুক্ত হবে আর এই ফোনে 3GB র‍্যাম থাকবে। স্যামসাং গ্যালাক্সি A30s ফোনটিকে সবার আগে মাইস্মার্টপ্রাইস টুইট করেছিল।

এই ফোনে এক্সিয়ন্স 7885 SoC র সঙ্গে লিস্ট করা হয়েছে আর জা এক্সিয়ন্স 7904 ও হতে পারে।

এই ফোনের সেপক্স যদি দেখি তবে এর আগের ফোন Galaxy A30 ফোনটির সঙ্গে এর পার্থক্য খুঁজে পাওয়া মুস্কিল। আর বেঞ্চমার্ক লিস্টিং অনুসারে এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1,322 স্কোর করেছে আর এই ফোনটি মাল্টি কোর তেস্টে 4,116 স্কোর পেয়েছে।

Samsung Galaxy A30 ফোনটি ফেব্রুয়ারি মাসে 16,990 টাকায় লঞ্চ করা হয়েছিল আর এইফ ফোনটি দাম কমার পরে এবার 15,490 টাকায় কেনা যায়।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo