Reliance LYF C459 4G VoLTE স্মার্টফোন লঞ্চ হল, দাম Rs. 4,699

HIGHLIGHTS

এই ফোনটিতে 8GB’র ইন্টারনাল স্টোরেজ থাকবে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো সম্ভব

Reliance LYF C459 4G VoLTE স্মার্টফোন লঞ্চ হল, দাম Rs. 4,699

Reliance LYF C459 স্মার্টফোনটিকে কোম্পানির ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। এই ফোনটির দাম Rs. 4,699 বলা হয়েছে। Reliance LYF C459 ফোনটি উইন্ড সিরজে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসটি দুটি ব্ল্যাক আর ব্লু রঙে দেখা গেছে। এবার এই ফোনটি রিলায়েন্স জিও ডিজিটাল স্টোরে সেলের জন্য পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও ভাল ডিলস এখানে দেখুন  

Reliance LYF C459 ফোনটিতে FWVGA ডিসপ্লে আছে, এই ডিসপ্লের রেজিলিউশন 480×854 পিক্সাল। এই ফোনটিতে 1.3GHz কোয়াড কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 210 MSM8909 প্রসেসার আছে। এটি 1GB র‍্যাম যুক্ত। এই ফোনটিতে অ্যাড্রিনো 304 GPU আছে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলো অপারেটিং সিস্টেম যুক্ত। এই ফোনটিতে 8GB’র ইন্টারনাল স্টোরেজ আছে। এই স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। 

এই ফোনটিতে ডুয়াল সিম, 4G VoLTE, ওয়াই-ফাই, ওয়াই-ফাই কলিং, ব্লুটুথ 4.0, GPS, মাইক্রো USB 2.0’র মতন কানেক্টিভিটি ফিচার্স আছে।

সোর্সঃ ইমেজ সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo